যাত্রী স্বাচ্ছন্দ্যই শেষ কথা, ভিস্তারার কিছু উড়ানে চালু করা হল লাইভ টিভি

যাত্রী স্বাচ্ছন্দ্যই শেষ কথা, ভিস্তারার কিছু উড়ানে চালু করা হল লাইভ টিভি

কলকাতা: যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে বড়সড় পদক্ষেপ করল বিমান সংস্থা ভিস্তারা। গত শনিবার অর্থাৎ ১ অক্টোবর থেকেই তাদের বোয়িং-৭৮৭ ড্রিমলাইনার বিমানগুলিতে লাইভ টিভি স্ট্রিমিং চালু করল সংস্থা। আর ভারতীয় উড়ানে এটাই প্রথম!

আসলে এখনও পর্যন্ত দু’টি ড্রিমলাইনার রয়েছে ভিস্তারার হাতে। খুব শীঘ্রই তৃতীয় ড্রিমলাইনারটিও এসে যাবে সংস্থার কাছে। আর ভিস্তারার মুখপাত্র জানিয়েছেন যে, ভিস্তারাই প্রথম ভারতীয় উড়ান সংস্থা, যারা উড়ানে লাইভ টিভি-র সুবিধা দিচ্ছে। এই লাইভ টিভি স্ট্রিমিংয়ের জন্য দু’টি স্পোর্টস চ্যানেল এবং তিনটি খবরের চ্যানেল দেখতে পাবেন যাত্রীরা। ফলে যাত্রীরা উড়ানে যাতায়াতের সময় আসন্ন টি২০ বিশ্বকাপ দেখার সুবিধা পাবেন। শুধু তা-ই নয়, আরও তিনটে নিউজ চ্যানেলের মাধ্যমে সমস্ত খবরের সম্পর্কে ওয়াকিবহাল থাকতে পারবেন।

বিমান সংস্থার এক মুখপাত্র জানিয়েছেন, “শুধুমাত্র আমাদের ড্রিমলাইনার উড়ানগুলিতেই লাইভ টিভি-র সুবিধা রয়েছে। পরবর্তী কালে আমাদের অন্যান্য উড়ানেও এই সুবিধা দেওয়ার কথা ভাবনা-চিন্তা করছি। আর সবথেকে বড় কথা, আগামী ১৬ অক্টোবর থেকে অস্ট্রেলিয়ায় শুরু হতে চলেছে আইসিসি টি২০ বিশ্বকাপ। তার মধ্যে আবার রয়েছে সুপার সানডে ভারত-পাক ম্যাচ। যেটা পড়ছে ছোটি দিওয়ালি অর্থাৎ আগামী ২৩ অক্টোবরে। ফলে ওই দিন যাঁরা ভিস্তারা ড্রিমলাইনার উড়ানে যাতায়াত করবেন, তাঁরা ওই ম্যাচটি দেখার সুযোগ পাবেন। আর এই ড্রিমলাইনারগুলি মূলত চালানো হয় ইউরোপ এবং ব্রিটেনের রুটে।”

এরই মধ্যে আবার ভিস্তারার সঙ্গে এয়ার ইন্ডিয়া-কে জুড়ে দেওয়ার কথা ভাবনাচিন্তা করছে টাটা গ্রুপ। এয়ার ইন্ডিয়ার সিইও এবং এমডি ক্যাম্পবেল উইলসন এয়ারলাইনসের চিফ অফ অপারেশনস ক্যাপ্টেন আর এস সান্ধুর তত্ত্বাবধানে একটি প্যানেল গঠন করেছেন। সেই প্যানেলে এক বছরের মধ্যে প্রস্তাবিত একত্রীকরণের রোডম্যাপ জমা দেওয়া হবে। আর ভিস্তারা নিজেদের প্রশস্ত এয়ারক্র্যাফ্টগুলিতে ওয়াইফাই এবং লাইভ টিভি-র সুবিধা দিচ্ছেই। আপগ্রেডেড বিশ্বমানের এয়ার ইন্ডিয়ার কিছু কিছু উড়ানে টাটার প্রতিশ্রুতি অনুযায়ী এই সুবিধা পাওয়া যাবে। বিশেষ করে কিছু নতুন উড়ানেই মিলবে সুবিধা। এমনিতে অনবোর্ড ওয়াইফাই পরিষেবা কয়েকটি আন্তর্জাতিক উড়ানে পাওয়া যায়।

ভিস্তারা মুখপাত্রের কথায়, “শুরুর পর থেকে সাত বছর ধরে ভিস্তারা প্রতিনিয়ত নানা সুবিধা-স্বাচ্ছন্দ্য দিয়ে চলেছে যাত্রীদের। আর আমরা সব সময় চাই, যাত্রা যেন সুন্দর এবং উপভোগ্য হয়। আর বর্তমানে এই সুবিধা দিতে পেরেও আমরা খুবই আনন্দিত। আমাদের ৭৮৭-৯ ড্রিমলাইনার এয়ারক্র্যাফ্টে লাইভ টিভি চালু করার ফলে যাত্রীরা ৩৫ হাজার ফুট উঁচুতেও সারা বিশ্বের কোথায় কী হচ্ছে, সব জানতে পারবেন। শুধু তা-ই নয়, ড্রিমলাইনার এবং এয়ারবাস ৩২১ উড়ানের আন্তর্জাতিক রুটে ওয়াইফাইয়ের সুবিধাও দেওয়া হচ্ছে।”

Published by:Siddhartha Sarkar

(Source: news18.com)