Viral Video: সিটে এলোপাথাড়ি লাথি, ট্রে টেবিল ভাঙচুর! বিমানে যেন দক্ষযজ্ঞ কাণ্ড, দেখুন সেই ভাইরাল ভিডিও
ইউনাইটেড এয়ারলাইন্সের ফ্লাইট ৫০২-এ ছিলেন ৭৬ জন যাত্রী এবং ৫ জন ক্রু সদস্য। সবাই যে যার মতো সিটে বসে রয়েছেন। শান্ত পরিবেশ।বিমানে হুলুস্থুলু কাণ্ড লস অ্যাঞ্জেলস: বিমান তখন মাঝআকাশে। আচমকাই হিংস্র হয়ে উঠলেন এক যাত্রী। শুরু করলেন ভাঙচুর। হাতের কাছে যা পাচ্ছেন, তাই ভাঙছেন। লাথি মারছেন। ট্রে টেবিল উলটে দিচ্ছেন। যেন দক্ষযজ্ঞ চলছে। অন্যান্য যাত্রীরা তাঁকে থামানোর চেষ্টা করছেন। কিন্তু লাভ হচ্ছে না কিছুই। ১৬ নভেম্বর লস অ্যাঞ্জেলসগামী বিমানের এই ঘটনার ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ইউনাইটেড এয়ারলাইন্সের ফ্লাইট…