নয়া সাজে দিল্লি পৌঁছল ইন্ডিগোর প্রথম বোয়িং ৭৭৭; চলাচল করবে এই রুটে
নয়াদিল্লি: অবশেষে ভারতে এল ইন্ডিগোর প্রথম ওয়াইড-বডি এয়ারক্র্যাফ্ট। সাম্প্রতিক অতীতে প্রকাশ্যে আসা বোয়িং ৭৭৭ এয়ারক্র্যাফ্টে ইন্ডিগোর ঝাঁ চকচকে সাদা-নীলের ঝলক মিলল। তুরস্ক এয়ারলাইন্স থেকে লিজে নেওয়া এই উড়ান রবিবার নয়াদিল্লির আইজিআই বিমানবন্দরে পৌঁছেছে। প্রায় ৪০০ যাত্রীর বসার ব্যবস্থা রয়েছে এই বোয়িং ৭৭৭ উড়ানে। বর্তমানে ইস্তানবুল বিমানবন্দরে চলাচল করে দু’টি ওয়াইড-বডি এয়ারক্র্যাফ্ট। এই টিসি-এলকেডি বোয়িং ৭৭৭ উড়ান এবার সেই জায়গা নিয়ে নেবে। আর এর মাধ্যমেই বোঝা যায়, ওয়াইড-বডি এয়ারক্র্যাফ্টের দিকে ঝুঁকছে ইন্ডিগো। আগামী সপ্তাহের মধ্যেই এই উড়ানের কাজ শুরু হয়ে…