দেশে চালু হল Akasa Air! নতুন উড়ান সংস্থার পরিষেবা কেমন? টিকিটের দাম থেকে রুট…
#মুম্বই : যাবতীয় অপেক্ষার অবসান। দেশে এবার যাত্রা শুরু করল ভারতীয় ধনকুবের রাকেশ ঝুনঝুনওয়ালার (Rakesh Jhunjhunwala) নতুন বিমান সংস্থা ‘ আকাসা এয়ার’ (Akasa Air)। রবিবার সকালে মুম্বই-আহমেদাবাদ উড়ানটির মধ্যে দিয়েই তৈরি হল নতুন ইতিহাস। Akasa Air – এর উড়ানের শুভ সূচনা আজ করেন অসামরিক বিমানমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। অগ্রিম টিকিট বুকিং (Akasa Air) শুরু হয়ে গিয়েছিল আগেই। গত ২২ জুলাই থেকেই নতুন বিমান সংস্থার টিকিট বিক্রি শুরু হয়। আপাতত আহমেদাবাদ, বেঙ্গালুরু, মুম্বই ও কোচির মধ্যেই বিমান চলাচল করবে এই সংস্থার…