শ্রীলঙ্কা-মালয়েশিয়াকে হারিয়েও টেবিলের শীর্ষে নেই ভারত! দেখুন এগিয়ে রয়েছে কারা

শ্রীলঙ্কা-মালয়েশিয়াকে হারিয়েও টেবিলের শীর্ষে নেই ভারত! দেখুন এগিয়ে রয়েছে কারা

মহিলাদের এশিয়া কাপের গ্রুপ লিগের দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়াকে হারিয়েও পয়েন্ট টেবিলের এক নম্বরে উঠতে ব্যর্থ ভারতের মহিলা ক্রিকেট দল। ২০২২ মহিলাদের এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৪১ রানের ব্যবধানে হারিয়েছিল হরমনপ্রীতরা। এই ম্যাচে প্রথমে ব্যাট করে ১৫০ রান তুলেছিল জেমমিরা। জবাবে শ্রীলঙ্কার ইনিংস শেষ হয়ে যায় ১০৯ রানের মধ্যেই। এই ম্যাচে জয়ের পরে, সোমবার গ্রুপ লিগের দ্বিতীয় ম্যাচে মালেশিয়াকে ৩০ রানে হারিয়েছে হরমনপ্রীতরা।

এই দুই ম্যাচে জয়ের পরে ভারতের পয়েন্ট চার। তবে তাদের নেট রান রেট পাকিস্তানের থেকে কিছুটা কম রয়েছে, সেই কারণেই তালিকার দুই নম্বরে রয়েছে ভারত। আর তালিকার শীর্ষে রয়েছে পাকিস্তান। পাকিস্তানের মেয়েরাও ২ ম্যাচে দুইটিতেই জিতে চার পয়েন্ট পেয়েছে। তাদের নেট রান রেট হল ৩.০৫৯, অন্যদিকে ভারতের নেট রান রেট হল ২.৮০৩।

পাকিস্তানের রান রেট বেশি থাকার কারণ হল,পাকিস্তান নিজেদের গ্রুপ লিগের ম্যাচে যে ভাবে মালয়েশিয়া ও বাংলাদেশকে হারিয়েছে তাতে তাদের নেট রান অনেকটাই বেশি। নিজেদের গ্রুপ লিগের প্রথম ম্যাচে মালয়েশিয়া পাকিস্তানের বিরুদ্ধে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৫৭ রান তুলেছিল। পাকিস্তান সেই রান এক উইকেট হারিয়ে মাত্র ৯ ওভারে তুলে দিয়েছিল। এরপরে সোমবার ৩ অক্টোবর বাংলাদেশের বিরুদ্ধেও বড় জয় পেয়েছিল পাকিস্তান। এই ম্যাচে নির্ধারিত ২০ ওভারে বাংলাদেশ তুলেছিল ৮ উইকেটে ৭০ রান। এর জবাবে পাকিস্তান দল ১২.২ ওভারেই নিজেদের লক্ষ্যে পৌঁছে গিয়েছিল।

দেখুন পয়েন্ট টেবিলের অবস্থান

এই রান রেটের বিচারে বর্তমানে মহিলা এশিয়া কাপের লিগ টেবিলে শীর্ষস্থান ধরে রেখেছে পাকিস্তান। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, যদি সোমবার ভারতের ম্যাচে বৃষ্টি না আসত তাহলে হয়তো ভারতও মালয়েশিয়ার বিরুদ্ধে বড় রানে জয় পেত। সেক্ষেত্রে লিগ টেবিলে শীর্ষে থাকতে পারত ভারত। কিন্তু সেটি হয়ে ওঠেনি। তবে এবারের টুর্নামেন্টে ভারতের পাশাপাশি দারুণ শুরু করেছে পাকিস্তানও। লিগে টেবিলের এই লড়াই তার প্রমাণ দিচ্ছে। ৬ অক্টোবর ভারত বনাম পাকিস্তান ম্যাচের আগে এই নেট রান রেট ও দুই দলের পারফরমেন্স টুর্নামেন্টের উত্তেজনাকে বাড়িয়ে দিচ্ছে। এখন দেখার ৬ অক্টোবরের আগে কোন দল লিগে টেবিলের শীর্ষস্থান দখল করে।

ভারতের এদিনের ম্যাচের কথা বললে, সোমবারের ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে চার উইকেট হারিয়ে ভারত তুলেছিল ১৮১ রান। এ দিনের ম্যাচে ওপেন করতে নেমেছিলেন সাবভিনেনি মেঘনা ৫৩ বলে ৬৯ রান করেন। মেঘনা এদিন নিজের ইনিংসে ১১টি চার ও একটি ছক্কা মারেন। এদিন মাত্র চার রানের জন্য অর্ধশতরান হাতছাড়া করেন শেফালি বর্মা। ৩৯ বলে ৪৬ রান করে নুর দানিয়ার বলে আউট হন শেফালি। এদিন শেফালি বর্মা তিনটি ছক্কা ও একটি চার মারেন।

তিন নম্বরে ব্যাট করতে নেমে ১৯ বলে ৩৩ রান করেন রিচা ঘোষ। পাঁচটি চার ও একটি ছক্কা মারেন রিচা। এদিন অপরাজিত থাকেন রিচা ঘোষ। তবে চার নম্বরে ব্যাট করতে নেমে ফ্লপ করেন কিরন নাভগিরে। এরপরে পাঁচ নম্বরে ব্যাট করতে নামেন রাধা যাদব। চার বলে ৮ রান করেন রাধা যাদব। এরপরে ছয় নম্বরে দায়ালান হেমলতা চার বলে ১০ রান করেন। এই ম্যাচে ১৫ রান এক্সট্রা করেন।

নির্ধারিত ২০ ওভারে ১৮১ রান তোলে ভারত। এরপরে বৃষ্টির কারণে দীর্ঘক্ষণ খেলা বন্ধ থাকে। বৃষ্টির কারণে খেলা আয়োজন করা আর সম্ভব হয়নি এবং ডাকওয়ার্থ-লুইস নিয়মে মালেশিয়ার ম্যাচ জিততে ৫.২ ওভারে ২ উইকেট হারিয়ে যাওয়ার পরে দরকার ছিল ৪৭ রান। সেই কারণে এই ম্যাচে ভারতীয় মহিলা দল ৩০ রানে এই ম্যাচ জিতে যায়। এই ম্যাচে প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন সাবভিনেনি মেঘনা।