জমিতে জল দেওয়া নিয়ে তুলকালাম! বচসা থেকে হাতাহাতি, ভাগ্নের হাতে মামা খুন

জমিতে জল দেওয়া নিয়ে তুলকালাম! বচসা থেকে হাতাহাতি, ভাগ্নের হাতে মামা খুন

#মুর্শিদাবাদ:   জমিতে জল দেওয়াকে কেন্দ্র করে ভাগ্নের হাতে মামা খুন। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে বেলডাঙ্গা থানার পুলিন্দা সুতিঘাটা এলাকায়। মৃত ব্যক্তির নাম মানজারুল সেখ (৫২)। অভিযোগ মামা ভাগ্নের বচসার জেরে ভাগ্নের পক্ষের সাত- আট জন হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় মানজারুল সেখকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। আহত আরো ২জন। ঘটনার পরেই পলাতক অভিযুক্ত ভাগ্নে। গোটা ঘটনার তদন্তে বেলডাঙ্গা থানার পুলিশ।

বেলডাঙ্গা থানার পুলিন্দা সুতিঘাটা এলাকায় ভাগ্নের হাতে মামার খুনের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। প্রতিদিনের মতো  সোমবার সকালে জমিতে জল দিতে গিয়েছিলেন মানজারুল শেখ। কিন্তু ফুলকপির জমিতে জল দেওয়াকে কেন্দ্র করে মামা। ভাগ্নের মধ্যে বচসা বাধে। কথা কাটাকাটি হতেই পরে শুরু হয় হাতাহাতি। অভিযোগ এরপরেই ভাগ্নে দলবল নিয়ে হামলা চালায়। ধারালো অস্ত্র নিয়ে আঘাত করে ও লোহার রড দিয়ে মারধর করা হয়। তড়িঘড়ি গুরুতর আহত অবস্থায় মানজারুল সেখকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু চিকিৎসকেরা মৃত বলে ঘোষনা করেন। গুরুতর আহত হয় আরও ২জন। তাঁদেরকেও মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হলে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কলকাতায় রেফার করা হয়। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘটনার পরেই পলাতক অভিযুক্ত ভাগ্নে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বেলডাঙ্গা থানার পুলিশ।

মৃতের আত্মীয় আলকাব আলি শেখ বলেন, ‘‘জমিতে জল দেওয়ায় একটি নালা দিয়ে ফুলকপির জমিতে জল পড়াকে কেন্দ্র করে মামা ভাগ্নের মধ্যে বচসা বাধে। তারপরেই পরিস্থিতি এতটাই বেগতিক হয়ে যায় যে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে। আমরা অভিযুক্ত ভাগ্নের কঠোর শাস্তি চাই।’’

মৃতের ভাই জমিরুদ্দিন শেখ বলেন, ‘‘সাত আটজন মিলে আমার দাদার উপর হামলা চালিয়ে কুপিয়ে খুন করেছে। আমি চাই অভিযুক্তদের গ্রেফতার করে কঠোর শাস্তি দেওয়া হোক।’’

(Feed Source: news18.com)