দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ জয়ের পর টিম ইন্ডিয়ার তুমুল নাচ

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ জয়ের পর টিম ইন্ডিয়ার তুমুল নাচ

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এসদিনের সিরিজ ২-১ ব্য়বধানে জয়ের পরে নাচে-গানে মাতলেন ভারতীয় ক্রিকেটারা। এই সিরিজে দলের অধিনাায়ক শিখর ধওয়ান বরাবরই বিন্দাস থাকতে পছন্দ করেন। তাই এক্ষেত্রে সিরিজ জয়ের সেলিব্রেশনেও দলকে নেতৃত্ব দিলেন ধওয়ান। ড্রেসিংরুমে ভারতীয় দলের তুমুল নাচের ভিডিও ঝড় তুলেছে সোশ্য়াল মিডিয়ায়।

যে ভিডিও নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে সেখানে দেখা গিয়েছে ড্রেসিং রুমে শিখর ধওয়ান ও অন্য়ান্য় ভারতীয় ক্রিকেটাররা সেলিব্রেশন মুডে রয়েছে। দালের মেহেন্দির ‘বোলো তারা রারা’ গানের তালে নাচ শুরু করেন তারা। প্রথম দিকে শিখর ধওয়ান, কপলদীপ যাদব, আভেশ খানরা গানের তালে তাল মিলিয়ে নাচ শুরু করেন। আর তারপরই সবাই মিলে উদ্দাম নৃত্য় শুরু করেন।

এর আগে শিখর ধওয়ানের নেতৃত্বে ভারতীয় দল জিম্বাবোয়ে সফরে ওয়ান ডে সিরিজ জেতার পরে ড্রেসিং রুমে ‘কালা চশমা’ গানের তালে নাচে। সেই নাচে ভিডিও সকলেই খুব পছন্দ করেছিল। এবারপ পাঞ্জাবি গানে ভারতীয় দলের তুমুল নাচও সোশ্য়াল মিডিয়ায় ছড়িয়ে পড়তে বেশি সময় লাগেনি। লাইক ও কমেন্টের বন্য়ায় বয়ে গিয়েছে ভিডিওটি।

প্রসঙ্গত, সিরিজের প্রথম ম্য়াচ হেরেছিল ভারত। দ্বিতীয় ম্য়াচ জিতে সমতায় ফেরে টিম ইন্ডিয়া। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে সিরিজ নির্ণায়ক ম্য়াচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। ভারতীয় বোলারদের দাপটে ৯৯ রানে অলআউট হয়ে যায় প্রোটিয়ারা। হেনরিক ক্লাসেন ৩৪ রান না করলে আরও শোচনীয় অবস্থা হত দক্ষিণ আফ্রিকার। ভারতের হয়ে সর্বোচ্চ ৪টি উইকেট নেন কুলদীপ যাদব। এছাড়া দুটি করে উইকেট নেন সুন্দর, শাহবাজ। পেসারদের মধ্য়ে একমাত্র মহম্মদ সিরাজও দুটি উইকেট নিয়েছেন। রান তাড়া করতে নেমে ১৯.১ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্য়ে পৌছে যায় ভারত। সর্বোচ্চ ৪৯ রান করেন শুবমান গিল। শ্রেয়স আইয়র করেন ২৮ রান।

(Feed Source: news18.com)