রোজ কত কত Optical Illusion সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। কিন্তু তার মধ্যে কয়েকটি একেবারে সাধারণ হলেও, কিছু কিছুর সমাধান করতে বেশ চাপে পড়তে হয়। এই উপরের ধাঁধাটির কথাই ধরুন না! অনেকেরই বক্তব্য, এঠি নাকি সমাধান করা খুব কঠিন। অথচ সমাধান জানার পরে তাঁরাই বলেন, ‘যাহ বাবা! এত সহজ!’
হ্যাঁ, এটাই হয়। কিছু ধাঁধা এমন থাকে, যার সমাধান জানার পরে অনেকেই বলেন, এটির সমাধান করা তো মোটেই খুব কঠিন কাজ নয়! তাহলে পারলাম না কেন?
আপনিও কি এই দলে পড়তে চলেছেন? নাকি এক ঝলকে দেখেই এর সমাধান করে ফেলতে পারেন আপনি? দেখে নেওয়া যাক।
উপরের ছবিটিতে কী দেখতে পাচ্ছেন? শহরের কোনও একটি পার্কের ছবি। এক তরুণী কয়েকটি কুকুরকে নিয়ে বেড়াচ্ছে। কয়েক জন পার্কে বসে রয়েছে। আর একটি শিশু খেলা করছে। বেশ, এই পর্যন্ত তো হল। কিন্তু এর পরে কী?
এই ছবিটির মধ্যে নাকি রয়েছে এই হাতি। সেটি ধরাই চ্যালেঞ্জ। কিন্তু শহরের এই পার্কের মধ্যে কেন একটি হাতি থাকবে? সেটিই তো মজা। ধাঁধার সমাধা খোঁজার আগে আর এক বার ভালো করে দেখে নিন তো ছবিটি।
কি, খুঁজে পেলেন হাতিটিকে? একেবারে চোখের সামনেই রয়েছে হাতিটি। যদিও খুঁজে পাওয়ার জন্য একটু মাথা খাটাতে হবে।
এখনও কি খুঁজে পাননি আপনি? তাহলে আপনাকে সাহায্য করছি আমরাই। তবে তার আগে বলে দেওয়া দরকার, হাতি খোঁজার জন্য আপনি যে সব জায়গায় চোখ বোলাচ্ছেন, সেখানে হয়তো নাও থাকতে পারে এটি। হয়তো অন্য কোনও কিছু তৈরি করতে পারে হাতির অবয়ব।
এখনও পাননি নাকি? তাহলে সমাধানটিও রইল এখানে।
এবার বুঝলেন তো, কোথায় ছিল হাতিটি। নিজে যদি সমাধান খুঁজে পেয়ে থাকেন, তাহলে পাঠিয়ে দিন আপনার বন্ধুদের। দেখুন তো তাঁরা খুঁজে পান কি না। তাহলেই বোঝা যাবে, তাঁদের দৃষ্টিশক্তির জোর।