সান নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, ব্রিটেনের মতো দেশে বিদ্যুৎ খাতে দাম বেড়ে গেছে। সেখানে আমরা এখনো ভালো আছি। জাতির পিতার কন্যা দেশ বাঁচাতে কাজ করছেন।
বুধবার (১২ অক্টোবর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ রাইফেলস ক্লাবে আয়োজিত মিলাদ, দোয়া মাহফিল ও কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শ্রমিক লীগের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
তিনি বলেন, আল্লাহ শেখ হাসিনার ওপর রহমতের চাদর বিছিয়ে রেখেছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলসহ (আইএমএফ) সবাই বলেছে, বাংলাদেশ চীন ও ভারতের তুলনায় ভালো থাকবে।
বিএনপিকে চ্যালেঞ্জ দিয়ে শামীম ওসমান বলেন, ‘ঢাকায় সমাবেশ না করে নারায়ণগঞ্জে করেন। আর একই সময়ে আমাদের ছাত্রলীগ সমাবেশ করুক। দেখেন কোনটাতে বেশি লোক হয়। আওয়ামী লীগ, শ্রমিক লীগ, যুবলীগ, শ্রমিক লীগ তো অনেক পরে, আগে ছাত্রলীগের সমান লোক দেখান। অল্প লোকজন নিয়ে আমাদের নেত্রীর বিরুদ্ধে উল্টাপাল্টা কথা বলবেন, এগুলো আর মেনে নেওয়া যায় না।’
তিনি আরও বলেন, আওয়ামী লীগের সবাই ভালো আমি বলি না, সব জায়গায় ভালো-খারাপ আছে। কিন্তু যখন সারা পৃথিবীতে অর্থনৈতিক সংকট তখন তো আমাদের মিছিল করার কথা নয়। সবাইকে একসঙ্গে কাজ করা উচিত। আমরা এ কাজটা করছি না।
এ সময় নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি চন্দনশীল, বন্দর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজিম উদ্দিন প্রধান, শ্রমিক লীগ নেতা আব্দুল কাদির ও কামরুল হাসান মুন্নাসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সান নিউজ/এনকে