এত ঘৃণা পেয়ে নিজেকে শেষ করে দেবেন না তো? সাজিদকে নিয়ে দুশ্চিন্তায় রাখি

এত ঘৃণা পেয়ে নিজেকে শেষ করে দেবেন না তো? সাজিদকে নিয়ে দুশ্চিন্তায় রাখি

‘বিগ বস ১৬’-র অন্যতম প্রতিযোগী সাজিদ খান। দীর্ঘ দিন পর ফের ছোট পর্দায় পরিচালককে দেখে নিন্দার ঝড় উঠেছে। যাঁর বিরুদ্ধে যৌন হেনস্থার একাধিক অভিযোগ তাঁকে বহাল তবিয়তে ‘বিগ বস’-এর বাড়িতে ঘুরে বেড়াচ্ছেন? এই অভিযোগ তুলে সাজিদকে শো থেকে বহিস্কৃত করার দাবিও তুলেছেন ইন্ডাস্ট্রির একাধিক শিল্পী। তবে উল্টো সুর শোনা গেল প্রাক্তন ‘বিগ বস’ প্রতিযোগী তথা অভিনেত্রী রাখি সওয়ন্ত।

রাখঢাক না করেই সাজিদের হয়ে সওয়াল করেছেন রাখি। তাঁর কথায়, ‘শেষ চার বছর ধরে শাস্তি ভোগ করেছেন সাজিদ। তখন কেউ কোনও কথা বলেননি কেন? উনি ‘বিগ বস’-এ গিয়েছেন। জনপ্রিয়তা পাচ্ছেন। দৃষ্টি আকর্ষণ করতে সবাই সেই সুযোগটাই সবাই নিতে চাইছে। জানি না, উনি দোষী না নির্দোষ। চার বছর ধরে মানুষটি কোনও কাজ করেননি।’

দীর্ঘ সময় ধরে ‘শাস্তি’ পেয়েছেন সাজিদ। জোটেনি কাজও। তাঁকে আর ‘অপরাধী’ হিসেবে দেখা ঠিক হবে না। পরিচালককে ঘিরে যাবতীয় বিতর্ক নিয়ে এমনটাই মত রাখির। তিনি বললেন, ‘মানুষ জনপ্রিয়তা পাওয়ার জন্য ওঁকে নিশানা করছে। লজ্জা হওয়া উচিত। উনি যখন নতুন করে জীবন শুরু করতে চাইছেন, ওঁকে সেটা করতে দিন।’

এই বিতর্কের আঁচ সামলাতে না পেরে চরম কোনও সিদ্ধান্ত নিয়ে বসতে পারেন সাজিদ, আশঙ্কা রাখির। তাঁর বক্তব্য, ‘দেশের মানুষের থেকে এত ঘৃণা পেলে, উনি আত্মহত্যা করে ফেলতে পারেন। দয়া করে আপনারা ওঁকে বাঁচতে দিন।’

২০১৮ সালে ‘মিটু আন্দোলন’-এর ঢেউয়ের প্রভাব পড়ে সাজিদের জীবনে। একাধিক মহিলা তাঁর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন। ছবিতে নেওয়ার প্রতিশ্রুতি দিয়ে সাজিদ তাঁদের যৌন নির্যাতন করতেন বলে অভিযোগ করা হয়। সাজিদের বিরুদ্ধে একাধিক অভিযোগ পাওয়ার পরে তাঁকে এক বছরের জন্য সাসপেন্ড করে ‘ইন্ডিয়ান ফিল্ম অ্যান্ড টেলিভিশন ডিরেক্টরস অ্যাসোসিয়েশন’। দীর্ঘ দিন পর ফের ‘বিগ বস’-এর মাধ্যমে জনসমক্ষে আসেন তিনি। আর নতুন করে মাথাচাড়া দিয়ে ওঠে থিতিয়ে পড়া বিতর্ক।