সমস্ত সম্পত্তি নিজের কলেজকে দান করে দিলেন অন্ধ্রের প্রবাসী চিকিৎসক

সমস্ত সম্পত্তি নিজের কলেজকে দান করে দিলেন অন্ধ্রের প্রবাসী চিকিৎসক

নিজের সমস্ত সম্পত্তি গুন্টুর সরকারি মেডিকেল কলেজকে দান করলেন এক প্রবাসী ভারতীয় চিকিত্সক। অন্ধ্রপ্রদেশের সরকারি হাসপাতালের নয়া ব্লক নির্মাণের উদ্দেশ্যে এই টাকা দেন ডাঃ উমা গ্যাভিনি নামের ওই প্রাক্তনী। হাসপাতালের মাদার ও চাইল্ড কেয়ার ইউনিট গড়ে তোলার জন্য প্রায় ২০ কোটি টাকা দান করলেন তিনি।

১৯৬৫ সালে গুন্টুর সরকারি মেডিকেল কলেজ থেকে ডাক্তারি পাশ করেন ডাঃ উমা গ্যাভিনি। এরপর প্রায় বছর ৪০ আগে তিনি পাকাপাকিভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে চলে যান। সেখানে স্বামী ডাঃ কানুরি রামচন্দ্র রাও-এর সঙ্গে থাকতেন তিনি। ডাঃ উমা একজন নামী ইমিউনোলজি ও অ্যালার্জি স্পেশালিস্ট।

প্রায় ৩ বছর আগে ডাঃ কানুরি রামচন্দ্র রাও গত হন। চিকিত্সক দম্পতি নিঃসন্তান ছিলেন।

সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রে বাসরত গুন্টুর সরকারি মেডিকেল কলেজের প্রাক্তনীদের সংগঠন একটি উদ্যোগের আয়োজন করে। তার মাধ্যমে হাসপাতালের নয়া ভবন গড়ে তোলার জন্য টাকা তুলতে শুরু করেন তাঁরা। প্রায় ৬০০ শয্যার এই ইউনিট গড়ে তুলতে প্রায় ৮০ কোটি টাকার প্রয়োজন। কলেজের প্রাক্তনীরাই সবাই মিলে এই টাকা তুলছেন।

আর সেখানেই নিজের সব সম্পত্তি দান করে দেন ভারতীয় চিকিত্সক ডাঃ উমা। তাঁর এই পদক্ষেপে অনুপ্রাণিত হন অন্যান্য প্রাক্তনীরাও। কেউ ২০ কোটি, কেউ ৮ কোটি টাকা দান করেন এই তহবিলে।