নিষিদ্ধ শব্দবাজি কোথায় তৈরি হয়? খোঁজ দিতে পারলেই পুরস্কার, জানালেন মন্ত্রী

নিষিদ্ধ শব্দবাজি কোথায় তৈরি হয়? খোঁজ দিতে পারলেই পুরস্কার, জানালেন মন্ত্রী

পাঁশকুড়ায় সম্প্রতি অবৈধ বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ হয়েছিল। মৃত্যুও হয় দুজনের। এবার এনিয়ে নড়েচড়ে বসল পরিবেশ দফতর।

রাজ্যের কোথাও কি বেআইনীভাবে বাজি তৈরি হচ্ছে? এমন কোনও খোঁজ কি জানেন? তবে পুরস্কার পেতে পারেন আপনিও? অবৈধ শব্দবাজি রুখতে এবার বড় ঘোষণা করলেন পরিবেশমন্ত্রী মানস ভুঁইয়া। কোনওভাবেই যাতে নিষিদ্ধ শব্দবাজি রাজ্যে তৈরি হতে না পারে সেটাই নিশ্চিত করতে চাইছে সরকার। আর তার নিরিখেই এবার একেবারে পুরস্কার ঘোষণা করলেন খোদ মন্ত্রী।

এর সঙ্গেই তিনি জানিয়েছেন, কেবলমাত্র সবুজ বাজি পোড়ানোর উপরেই যে সরকার জোর দিচ্ছে সেটাও জানিয়ে দেন মন্ত্রী। অন্য়দিকে মুখ্যমন্ত্রীও জানিয়ে দেন, মনে রাখবেন আপনার আনন্দ যাতে অন্য় কারোর দুঃখের কারণ না হয়।

নিষিদ্ধ শব্দবাজি রুখতে সরকার যে কড়া পদক্ষেপ নিচ্ছে সেটাও এদিন নিশ্চিত করে দেন পরিবেশমন্ত্রী। কানফাটানো শব্দ বাজি বিক্রি করলেই কড়া ব্য়বস্থা নেবে সরকার। এনিয়ে বৃহস্পতিবার বৈঠকও করেন মন্ত্রী। তিনি জানিয়ে দেন, পুলিশের সহযোগিতায় বাজি বাজারে গিয়ে বাজি পরীক্ষা করা হবে। সবুজ বাজির আওতার বাইরে থাকা সমস্ত বাজিকে নিষিদ্ধ করা হবে।

পাশাপাশি শব্দবাজি রুখতে সরকার পড়ুয়াদের মধ্যেও সচেতনা বৃদ্ধির চেষ্টা চালাচ্ছে। মন্ত্রী জানিয়ে দিয়েছেন, সবুজ বাজির ব্য়াপারে বিভিন্ন স্কুলেও প্রচার চালানো হবে। অন্যদিকে কালীপুজোর দিন কোথাও শব্দবাজি ফাটছে কি না সেব্যাপারে ব্যাপক নজরদারি করা হবে। পরিবেশ দফতরের কন্ট্রোল রুমও খোলা থাকবে। কন্ট্রোল রুমে অন্তত দেড়শো জায়গা থেকে লাইভ রেকর্ড পাওয়া যাবে।