#বর্ধমান: রক্ষাকালী পুজোর চাঁদা চাইতে আসা তিন মহিলাকে মারধর করে তাঁদের মাথার চুল কেটে নেওয়ার অভিযোগ উঠল স্থানীয়দের বিরুদ্ধে। কেন তিন মহিলাকে এভাবে হেনস্থা করা হল! জানা গিয়েছে, ছেলেধরা সন্দেহে তাঁদের মারধর করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে বর্ধমান শহরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে ওই তিন মহিলার বিরুদ্ধে বর্ধমান থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে।
ঘটনাস্থলে বর্ধমান থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।পুলিশের পক্ষ থেকে মহিলাদের উদ্ধার করে চিকিৎসার জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বৃহস্পতিবার দুপুরে বর্ধমান শহরের বিধানপল্লী ঘোষপাড়া এলাকায় এই ঘটনা ঘটেছে।
স্থানীয়দের অভিযোগ, এদিন দুপুরে রক্ষাকালী পুজোর চাঁদা আদায়ের নাম করে তিন মহিলা বিধানপল্লীর ঘোষপাড়ায় ঢোকে।অভিযোগ বাড়িতে কেউ না থাকার সুযোগে তিন বছর বয়সী এক শিশুকন্যাকে নিয়ে পালানোর সময় হাতেনাতে ধরে ফেলে স্থানীয়রা। কেন, কী কারণে এবং কোথায় ওই শিশুকন্যাকে নিয়ে যাওয়া হচ্ছিলো মহিলাদের তরফে তার কোনো সদুত্তর না মেলায় স্থানীয়রা তাঁদের আটক করে মারধর করে। এমনকী তাঁদের মাথার চুল পর্যন্ত কেটে নেওয়া হয় বলে অভিযোগ।
বিষয়টি চাউর হতেই আশপাস এলাকার বহু পুরুষ মহিলা সেখানে ভিড় করে।পরে খবর পেয়ে পুলিশ পৌঁছে তাদের উদ্ধার করে। যদিও অভিযুক্ত মহিলাদের দাবি, তাঁরা পুজোর জন্য ভিক্ষা সংগ্রহ করতেই এলাকায় এসেছিলেন।মিথ্যা অভিযোগে তাদের হেনস্থা করা হয়েছে। ওই শিশুকন্যাকে কোথাও নিয়ে যাওয়ার কোনও উদ্দেশ্য ছিল না। সেই চেষ্টা করাও হয়নি।
ঘটনার তদন্ত শুরু করেছে বর্ধমান থানার পুলিশ।মহিলাদের বিরুদ্ধে পূর্বে কোনো অপরাধমূলক কাজ কর্মে জড়িত থাকার অভিযোগ আছে কি না তাও খতিয়ে দেখছে পুলিশ। তদন্তকারী পুলিশ অফিসারদের সূত্রে জানা গিয়েছে, ওই মহিলারা সত্যিই ওই শিশুকন্যাকে নিয়ে যাচ্ছিল কিনা, নাকি শুধুমাত্র কালী পুজোর জন্য অর্থ সংগ্রহ করতে এসেছিল তা জানার চেষ্টা চলছে।