Daily News Live Updates: বউবাজারের বাড়িতে ফাটল ধরা পড়ার পর এখনও কাটেনি আতঙ্ক। এবার দ্রুত পদক্ষেপের আশ্বাস দিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। শনিবার পশ্চিমবঙ্গ-সহ দেশ, বিদেশের যাবতীয় খবরের জন্য নজর রাখুন হিন্দুস্তান টাইমস বাংলার ব্লগে।
শোপিয়ানে কাশ্মীরি পণ্ডিতকে গুলি করে খুন, জঙ্গি-যোগ আছে?
জম্মু ও কাশ্মীরের শোপিয়ান জেলায় এক কাশ্মীরি পণ্ডিতকে গুলি করে খুন করল অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা। আধিকারিকরা জানিয়েছেন, বাড়ির কাছে পুরণ কৃষ্ণ চৌধুরী নামে ওই ব্যক্তিকে গুলি করা হয়। দ্রুত তাঁকে শোপিয়ান জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই মৃত্যু হয়। বরাবরই ওই ব্যক্তি শোপিয়ানে থাকতেন।
PM Kisan: কবে দ্বাদশ কিস্তির ২,০০০ টাকা পাবেন কৃষকরা? জানিয়ে দিল কেন্দ্র
আগামী সোমবার প্রধানমন্ত্রী কিষান সম্মান বিধির দ্বাদশ কিস্তির টাকা দেওয়া হবে। যা দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২,০০০ টাকা ঢুকবে কৃষকদের অ্যাকাউন্টে। মোট ১৬,০০০ কোটি দেওয়া হবে।