#রোম: তিনি সঙ্গীতশিল্পী৷ তাই মস্তিষ্কে জটিল অস্ত্রোপচারের সময়েও তাঁর সঙ্গ দিল সঙ্গীত৷ প্রায় ন’ঘণ্টা ধরে চলল মস্তিষ্কের জটিল অস্ত্রোপচার, আর তিনি টানা বাজিয়ে চললেন তাঁর প্রিয় স্যাক্সোফোন যন্ত্রটি৷ ইতালির রোমের পেইডিয়া ইন্টারন্যাশনাল হাসপাতালে ৩৫ বছরের এক ব্যক্তির এই অস্ত্রোপচার করা হল৷ যার অংশ চিকিৎসক, নার্স থেকে হাসপাতালের সকলেই রোগীর কাণ্ড দেখে এককথায় অবাক৷
হাসপাতালের তরফ থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে, তাতে বলা হয়েছে, রোগীকে জাগিয়ে রাখা হয়েছিল, কারণ অস্ত্রোপচারের সময় যাতে বোঝা যায় রোগীর কোনওরকম স্নায়বিক সমস্যা হচ্ছে কি না৷ স্নায়ুতন্ত্রের কোনও ক্ষতি না করেই অস্ত্রোপচার করতে চেয়েছিলেন চিকিৎসকরা৷ তবে রোগীর কাণ্ড দেখে অবাক চিকিৎসক বলছেন, ‘‘প্রতিটি মস্তিষ্কই আলাদা, তার স্বন্ত্রত ভূমিকা দেখলে চমকে যেতে হয়৷ সাধারণত রোগীকে জাগিয়ে রেখে অস্ত্রোপচার করা হয়, কারণ তাতে প্রাথমিক বিভিন্ন স্নায়বিক কাজ, যেমন কথা বলা, হাত-পা নাড়ানো, মনে রাখার, গোনার মতো কাজগুলি সঠিক ভাবে করা যাচ্ছে কি না, তা সহজে বোঝা যায়৷ কোনও স্নায়ুর ক্ষতি না করেই এক্ষেত্রে অস্ত্রোপচার করা সম্ভব হয়৷ তাতে রোগীর বিপদ কমে৷’’