খেরসনে রাশিয়ার সঙ্গে মুখোমুখি যুদ্ধের প্রস্তুতি! ভারতীয়দের ইউক্রেন ছাড়ার নির্দেশ

খেরসনে রাশিয়ার সঙ্গে মুখোমুখি যুদ্ধের প্রস্তুতি! ভারতীয়দের ইউক্রেন ছাড়ার নির্দেশ

নয়াদিল্লি: যুদ্ধ পরিস্থিতি থিতিয়ে আসার কোনও লক্ষণ দেখা যাচ্ছে না এখনও পর্যন্ত। বরং রাশিয়া এবং ইউক্রেন (Russia Ukraien War), দুই দেশই আগ্রাসী ভূমিকায়। সেই পরিস্থিতিতে ইউক্রেনে থাকা ভারতীয়দের জন্য় সতর্কতা জারি করল কেন্দ্র। পরিস্থিতি আরও অবনতি হচ্ছে, যত দ্রুত সম্ভব ইউক্রেন ছেড়ে বেরিয়ে যেতে হবে বলে সেখানে থাকা ভারতীয়দের সতর্ক করা হল (Indians in Ukraine)।

যুদ্ধ পরিস্থিতি ক্রমশ ঘোরাল হচ্ছে !

ইউক্রেনে ভারতীয় দূতাবাসের তরফে (Indian Embassy) সেখানে বসবাসকারী নাগরিকদের জন্য এই সতর্কবার্তা জারি করা হয়। সেখানে বসবাসকারী পড়ুয়া, কর্মী সকলকে যত তাড়াতাড়ি সম্ভব ইউক্রেন ছাড়তে বলা হয়েছে। শুধু তাই নয়, দেশের যে সমস্ত নাগরিক ইউক্রেন যাওয়ার পরিকল্পনা করছেন, তাঁদের সিদ্ধান্ত বদলের আর্জি জানানো হয়েছে।

ইউক্রেনে ভারতীয় দূতাবাসের ট্যুইটার হ্যান্ডলেও বুধবার ওই বার্তা পোস্ট করা হয়েছে। তাতে লেখা হয়, ‘পড়ুয়া-সহ যত ভারতীয় নাগরিক এই মুহূর্তে ইউক্রেনে রয়েছেন, যত শীঘ্র সম্ভব ইউক্রেন ছেড়ে তাঁদের চলে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে’।

উল্লেখ্য, ইউক্রেনের চারটি অঞ্চলকে ইতিমধ্য়েই নিজেদের ভূখণ্ডের অংশ বলে ঘোষণা করেছে রাশিয়া। বুধবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ওর অঞ্চলে মার্শাল আইনও চালু করেছেন। তাতেই আরও ঘোরাল হয়ে উঠেছে পরিস্থিতি। খেরসন প্রদেশ থেকে বহু মানুষ নৌকায় চেপে ইতিমধ্যেই নিরাপদে সরে যেতে শুরু করেছেন বলে জানা যাচ্ছে।

বিভিন্ন সংবাদমাধ্যমে যে ছবি সামনে এসেছে, তাতে খেরসন থেকে দলে দলে মানুষকে বেরিয়ে যেতে দেখা গিয়েছে। নাইপার নদীর ডান তীর থেকে বাঁয়ে নৌকায় চেপে রওনা দিচ্ছেন তাঁরা। খএরসন পুরোপুরি যুদ্ধক্ষেত্র হওয়ার আগে নিরীহ নাগরিকদের সরিয়ে দিতেই এমন ব্যবস্থা বলে জানা যাচ্ছে।

নিজেদের চার অঞ্চলের রাশিয়ায় অন্তর্ভুক্তিতে গোড়া থেকেই আপত্তি তুলে আসছে ইউক্রেন। আমেরিকা, রাষ্ট্রপুঞ্জও রাশিয়ার এই পদক্ষেপকে বেআইনি বলে ঘোষণা করেছে। ওই চার অঞ্চলে মার্শাল আইন চালু করা নিয়েও তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তারা। দেশের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা মিখাইলো পোদোল্যাক বলেন, “অধিকৃত অঞ্চলে মার্শাল আইন চালু বেআইনি সিদ্ধান্ত। ওই অঞ্চল ইউক্রেনের সম্পত্তি। ইউক্রেন এর তোয়াক্কা করে না। নিজেদের ভূখণ্ড দখলমুক্ত ও স্বাধীন করে তবেই ছাড়ব আমরা।”

ভারতীয়দের ইউক্রেন ছাড়তে আর্জি

গত আট মাস ধরে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধ চলছে। শুরুতে রাশিয়ার তরফে একতরফা আগ্রাসনের খবর মিললেও, ঝাঁঝ বাড়াতে শুরু করেছে ইউক্রেনও। তা সামাল দিতে কার্যত হিমশিম খাচ্ছে রাশিয়া। এখনও পর্যন্ত যুদ্ধে কয়েক হাজার মানুষ মারা গিয়েছেন। বিশ্ব অর্থনীতি এবং আন্তর্জাতিক ভূরাজনীতিতেও এর প্রভাব পড়েছে।

(Feed Source: abplive.com)