মুখে নয়, এবার মোহনবাগানকে জবাবটা মাঠেই দিতে চায় স্টিফেনের ইস্টবেঙ্গল!

মুখে নয়, এবার মোহনবাগানকে জবাবটা মাঠেই দিতে চায় স্টিফেনের ইস্টবেঙ্গল!

#গুয়াহাটি: ২৮ আগস্ট যুবভারতী ক্রীড়াঙ্গনে ডুরান্ড কাপে শেষবার মুখোমুখি হয়েছিল এটিকে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল। ঠিক দুমাস পর অর্থাৎ ২৯ অক্টোবর আবার মুখোমুখি হতে চলেছে দুই প্রধান। সেই যুবভারতীতে। দুমাস আগে এক গোলের ব্যবধানে জয় পেয়েছিল মোহনবাগান। তাও আত্মঘাতী গোলে। সেদিন লড়াই করেও হার বাঁচাতে পারেনি স্টিফেনের দল।

আরও পড়ুন – ডার্বির আগে আগুনে ইস্টবেঙ্গল, লাল হলুদ ঝড়ে উড়ে গেল নর্থ ইস্ট ইউনাইটেড

কিন্তু দুমাস পরের ইস্টবেঙ্গল যে অনেক কঠিন প্রতিপক্ষ হতে চলেছে তার প্রমাণ পাওয়া গেল বৃহস্পতিবার রাতে। নর্থ ইস্ট ইউনাইটেডকে তাদের ঘরের মাঠে যেভাবে উড়িয়ে দিল স্টিফেনর ছেলেরা, তাতে আগামীদিনে এই দলটার মনের জোর অনেক বেড়ে যাবে সেটা বলার প্রয়োজন নেই।

ম্যাচ শেষে স্টিফেন জানিয়ে দিলেন, কলকাতা ডার্বি নিয়ে তিনি আজ রাতের পর থেকে চিন্তা করবেন। আপাতত এই জয়টা উপভোগ করতে চান। ৩ পয়েন্ট ঘরে এসেছে এটাই গুরুত্বপূর্ণ। কিন্তু ব্রিটিশ কোচ মাটিতে পা রাখতে জানেন। আবেগ নিয়ন্ত্রণ করতে জানেন। তাই জানিয়ে দিলেন এই জয় বিরাট কিছু করে ফেলেনি তার ছেলেরা।

খেলায় প্রচুর উন্নতির প্রয়োজন এখনও। তবে যেভাবে প্রত্যেকে লড়াই করেছে এবং ৯০ মিনিট দলটা দৌড়েছে তাতে তিনি খুশি। হাতে মোটামুটি একটি সপ্তাহ। তারপর মুখোমুখি হতে হবে এটিকে মোহনবাগানের। প্রথমবার কলকাতায় হবে আইএসএল ডার্বি। এর আগে আইএসএলের সব ডার্বি হয়েছে গোয়ায়। সব কটা জিতেছে সবুজ মেরুন।

এবার ঘরের মাঠে নিজেদের দর্শকদের সামনে খেলবে দুই দল। জনসমুদ্র গর্জে উঠবে যুবভারতীতে। স্টিফেন অবশ্য এই মুহূর্তে অতদূর ভাবতে চান না। ফুটবলারদের চাপহীন রাখার পরামর্শ দিলেন তিনি। এই ম্যাচের গুরুত্ব তিনি অনেক বিদেশি কোচের থেকে ভাল জানেন।

তাই নর্থ ইস্টকে উড়িয়ে দেওয়ার পর শুধু জানালেন, এবার কলকাতা ডার্বি একপেশে হবে না। মোহনবাগানকে চাপে ফেলতে প্রস্তুত থাকবে তার দল। তিনি জানেন সমর্থকদের প্রত্যাশা কতটা। আবার এটাও জানেন এটা এমন একটা ম্যাচ যেখানে ভবিষ্যৎবাণী চলে না।

আগামী শনিবার চিরপ্রতিদ্বন্দ্বী দলের বিরুদ্ধে তাই ড্রয়ের মানসিকতা নয়, জয়ের লক্ষ্যে নামবে ইস্টবেঙ্গল। সাহস, স্পর্ধা এবং জেদ থাকলে সব হিসেব বদলে দেওয়া সম্ভব প্রমাণ করতে জান লড়িয়ে দেবে কনস্টানটাইনের ইস্টবেঙ্গল।

(Feed Source: news18.com)