রাজ্য জুড়ে স্কুলে স্কুলে এবার ‘শিশু সংসদ’! আট দফা গাইডলাইন জারি…

রাজ্য জুড়ে স্কুলে স্কুলে এবার ‘শিশু সংসদ’! আট দফা গাইডলাইন জারি…

#কলকাতা: কলেজ বা বিশ্ববিদ্যালয় রয়েছে ‘ছাত্র সংসদ’। এবার রাজ্য জুড়ে স্কুলে স্কুলে হবে “শিশু সংসদ”। এই শিশু সংসদ স্কুলের স্কুল পড়ুয়াদের একটি পার্লামেন্ট। শিশু সংসদের মাধ্যমে ছাত্র-ছাত্রীরা স্কুলের ম্যানেজমেন্ট, উন্নয়ন এবং সিদ্ধান্ত গ্রহণে নিজেদের মতামত জানাতে পারবে শিশু সংসদের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের মধ্য থেকে নেতৃত্ব দানের ক্ষমতা রয়েছে নাকি সেটাও বোঝা যাবে।

পঞ্চম থেকে দশম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীরা এই শিশু সংসদে যোগ দিতে পারবেন। শিশু সংসদে স্বাস্থ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, খাদ্য মন্ত্রীর মতো পদ থাকবে। শিশু সংসদের কী কাজ হবে স্কুলে স্কুলে তার জন্য আট দফা গাইডলাইন রাজ্য স্কুল শিক্ষা দফতরের। এই শিশু সংসদের সভাপতি হবে স্কুলের প্রধান শিক্ষক বা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। শিশু সংসদের মাধ্যমে মিড ডে মিল নজরদারি, তর্ক-বিতর্ক আলোচনা সভা আয়োজন, স্কুলের কী প্রয়োজনীয়তা রয়েছে তা দেখা-সহ একাধিক কাজ হবে। কালীপুজোর পর স্কুল খুললে স্কুলে স্কুলে পাঠানো হবে এই নির্দেশিকা।

এছাড়াও কলেজ বা বিশ্ববিদ্যালয় পড়ুয়ারা নয়, এক ক্লাস থেকে পরবর্তী ক্লাসে উঠলে এবার স্কুলের ছাত্র-ছাত্রীদের মিলবে সম্মান। আধুনিক এই ব্যবস্থা চালু করছে এবার রাজ্যের স্কুল শিক্ষা দফতর। এক ক্লাস থেকে পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হওয়া ছাত্র ছাত্রীদের জন্য এবার স্কুলে স্কুলে পালিত হবে “graduation ceremony”। রাজ্য স্কুল শিক্ষা দফতরের তরফে ১৩ দফা গাইডলাইন দিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদ ও মধ্যশিক্ষা পর্ষদকে বিস্তারিত নির্দেশিকা পাঠানো হয়েছে বলেই দফতর সূত্রে খবর। প্রতিবছর রাজ্য জুড়ে প্রতিটি স্কুলে স্কুলে ২ রা জানুয়ারি দেওয়া হবে এই বিশেষ সম্মান। সূত্রের খবর কালীপুজোর ছুটির পর স্কুল খুললেই প্রাথমিক শিক্ষা পর্ষদ ও মধ্যশিক্ষা পর্ষদ রাজ্যজুড়ে প্রাথমিক ও মাধ্যমিক স্কুলগুলিতে এই নির্দেশিকা পাঠাবে।

(Feed Source: news18.com)