#কলকাতা: বর্তমানে WhatsApp প্রতিদিনের জীবনের যে অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠেছে সে আর বলার অপেক্ষা রাখে না। দরকারি কাগজ থেকে প্রাতরাশের ছবি, WhatsApp-এর মাধ্যমে ছড়িয়ে দেওয়া যায় প্রিয়জনের কাছে। কিন্তু এমন অনেক ছবি থাকে যার পুরোটা না দেখালেও চলবে। তা সে নিজের গাড়ির নম্বর প্লেট হোক কী আধার কার্ডের গোটা নম্বর, কিছুটা গোপন করা বাঞ্ছনীয়।
ব্যবহারকারীদের সেই দরকার বুঝতে পেরে, WhatsApp ডেস্কটপ বিটা ব্যবহারকারীদের জন্য একটি নতুন ইমেজ ব্লার করার টুল এনেছে। যার ফলে ঝাপসা করে দেওয়া যাবে পাঠানো ছবি। এই বৈশিষ্ট্যটি বর্তমানে শুধুমাত্র কিছু বিটা ব্যবহারকারীদের জন্য দেওয়া হয়েছে, তাই নিজের WhatsApp-এ এই বৈশিষ্ট্য দেখতে না পেলে চিন্তা করার দরকার নেই।
WhatsApp ডেস্কটপ বিটা ব্যবহারকারীদের জন্য একটি নতুন ইমেজ ব্লারিং টুল নিয়ে এসেছে। WABetaInfo-এর রিপোর্ট অনুযায়ী, এই নতুন টুলের সাহায্যে ব্যবহারকারীরা চ্যাটে সংবেদনশীল ছবি বা তথ্য পাঠানোর আগে তা ব্লার বা ঝাপসা করতে পারবেন। WABetaInfo থেকে জানা গিয়েছে যে এই ব্লার টুল WhatsApp ডেস্কটপ বিটা ২.২২৪১.২ ভার্সনের জন্য চালু করা হচ্ছে।
রিপোর্ট অনুযায়ী, বর্তমানে শুধুমাত্র কিছু বিটা ব্যবহারকারীদের জন্য দেওয়া হচ্ছে, তাই নিজের WhatsApp-এ এই বৈশিষ্ট্য দেখতে না পেলে চিন্তা করার দরকার নেই। এমন ব্যবস্থা যে আসতে চলেছে সেটা জুন মাসেই কানাঘুষোয় শোনা যাচ্ছিল।
WABetaInfo এই নতুন ফিচারের একটি স্ক্রিনশট শেয়ার করেছে, যাতে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে এই ব্লার টুল কী ভাবে কাজ করে। এই টুলের মাধ্যমে, ব্যবহারকারীরা ঠিক করতে পারবেন যে ছবির কতটা ঝাপসা করবে WhatsApp।
এই বৈশিষ্ট্যটি নিজের WhatsApp ডেস্কটপে আছে কি না, জানতে হলে কোনও ছবি পাঠানোর চেষ্টা করতে হবে। যদি ছবি পাঠানোর সময় ব্লার বোতামটি দেখতে পাওয়া যায়, তাহলে বুঝতে হবে এই ভার্সনে ব্লার টুল আছে।
প্রসঙ্গত উল্লেখ্য যে, গত বছরের শুরুতে, WhatsApp, WhatsApp ওয়েব এবং ডেস্কটপ অ্যাপের জন্য একটি নতুন এডিটিং টুল চালু করেছিল। সেটা ইতিমধ্যেই মোবাইল অ্যাপে ব্যাবহার করা যায়। এডিটিং টুলের সাহায্যে ব্যবহারকারীরা তাঁদের ছবি এডিট করতে পারেন। এমনকী চ্যাটে ছবিটা পাঠানোর আগে পছন্দ মতো স্টিকার যোগ করতে পারেন।