উড়ানের আগের মুহূর্তে বিমানে আগুন, কোনওমতে প্রাণে বাঁচলেন যাত্রীরা

উড়ানের আগের মুহূর্তে বিমানে আগুন, কোনওমতে প্রাণে বাঁচলেন যাত্রীরা

নয়াদিল্লি: রানওয়ে দিয়ে প্রবল গতিতে ছুটে যাচ্ছে বিমান। আর তার ডানদিকে উইংয়ের নীচ থেকে ঝলকে বেরোচ্ছে আগুন।

ভয়াবহ ঘটনা:
ঘটনাস্থল নয়াদিল্লি বিমানবন্দর। দিল্লি থেকে বেঙ্গালুরুগামী ইন্ডিগোর বিমানে আগুন। বিমানবন্দর থেকে উড়ানের আগেই আগুন লেগে যায় বিমানে। রানওয়ে থেকে টেক অফের আগেই আগুন লেগে যাওয়ার অভিযোগ। গোটাটাই ক্যামেরাবন্দি হয়েছে বিমানের ভিতরে বসা এক যাত্রীর ক্যামেরায়।

দিল্লি এয়ারপোর্টের এই ঘটনায় প্রবল আতঙ্ক ছড়িয়ে পড়ে বিমানের যাত্রীদের মধ্যে। আতঙ্ক ছড়ায় বিমানবন্দরের অন্য যাত্রীদের মধ্যেও।

কী কারণে আগুন: 
সূত্রের খবর, বিমানে যান্ত্রিক গোলযোগের কারণেই আগুন লেগেছে। ঘটনা টের পেতেই তড়িঘড়ি বিমান থামালেন চালক।

যাত্রীরা সুরক্ষিত, পরিবর্ত বিমানের ব্যবস্থা করা হয়েছে, জানাল ইন্ডিগো বিমান কর্তৃপক্ষ।

এর আগেও বারবার সমস্যা ইন্ডিগোতে:
চলতি বছরেই জুলাই মাসে রানওয়ে থেকে পিছলে গিয়েছিল কলকাতাগামী বিমান। অসমের জোরহাট থেকে কলকাতা যাচ্ছিল বিমানটি। বৃষ্টির সময় মাটিতে চাকা গেঁথে গিয়েছিল বিমানের। জুলাইতেই মাঝ আকাশে যান্ত্রিক গোলযোগ হয়েছিল ইন্ডিগোর একটি বিমানের। তার জেরে করাচি বিমানবন্দরে সতর্কতামূলক অবতরণ করাতে হয় বিমানটির। সেই সময়েই ইন্ডিগোর একটি বিমানে বিপত্তি বাঁধে কলকাতা বিমানবন্দরে (Kolkata International Airport)। রানওয়েতে ওঠার মুখে ট্যাক্সিওয়েতে (Airport Taxiway) থাকা গর্তে (Pothole) আটকে যায় বিমানের চাকা (Plane Wheel)। তার জেরে যাত্রী নিয়ে দীর্ঘ ক্ষণ আটকে ছিল বিমানটি। শেষমেশ ট্র্যাক্টর এনে গর্ত থেকে বিমানের চাকা বার করা হয়। বিকেল ৪টে নাগাদ কলকাতা থেকে মুম্বই উড়ে যাওয়ার কথা ছিল ইন্ডিগো (Indigo Flight) সংস্থার একটি বিমানের। যাত্রী, মালপত্র নিয়ে তৈরিই ছিল বিমানটি। নির্ধারিত সময়ে ট্যাক্সিওয়ে হয়ে রানওয়ের দিকে ছুটতে শুরু করে বিমানটি। তখনই বিমানের চাকা ট্যাক্সিওয়ের গর্তে পড়ে যায়।

(Feed Source: abplive.com)