উড়ানের আগের মুহূর্তে বিমানে আগুন, কোনওমতে প্রাণে বাঁচলেন যাত্রীরা
নয়াদিল্লি: রানওয়ে দিয়ে প্রবল গতিতে ছুটে যাচ্ছে বিমান। আর তার ডানদিকে উইংয়ের নীচ থেকে ঝলকে বেরোচ্ছে আগুন। ভয়াবহ ঘটনা: ঘটনাস্থল নয়াদিল্লি বিমানবন্দর। দিল্লি থেকে বেঙ্গালুরুগামী ইন্ডিগোর বিমানে আগুন। বিমানবন্দর থেকে উড়ানের আগেই আগুন লেগে যায় বিমানে। রানওয়ে থেকে টেক অফের আগেই আগুন লেগে যাওয়ার অভিযোগ। গোটাটাই ক্যামেরাবন্দি হয়েছে বিমানের ভিতরে বসা এক যাত্রীর ক্যামেরায়। Thank God people are safe! Visual of an #Indigo flight at the Delhi airport. God!!! pic.twitter.com/r8K5TwMbiu — Prashant Kumar (@scribe_prashant) October 28, 2022 IndiGo flight…