#সিওল: হ্যালোউইন উৎসব নিমেষের মধ্যে হয়ে গেল মৃত্যুপুরী। দক্ষিণ কোরিয়ায় শনিবার অনুষ্ঠিত হ্যালোউইন উৎসবে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে এখনও পর্যন্ত ১৫০ জনের। গুরুতর আহত আরও ১৫০ জন। রাজধানী সিওলের ইতায়ুনের একটি সরু গলিতে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে, উৎসবে ভিড়ের চাপেই এমন ঘটনা। উদ্ধারকাজ শুরুর পরও বহু মানুষ বিভিন্ন স্থানে আটকে ছিলেন বহু সময়। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা।
ইতিমধ্যে ঘটনার পর জরুরি মিটিং ডেকেছেন দক্ষিণ কোরিয়ায় ইয়ুক সুক ইয়েওল৷ যে ক’জনের মৃত্যু হয়েছে, তাঁদের মধ্যে অনেকেরই কার্ডিয়্যাক অ্যারেস্ট হয়েছে বলেও প্রশাসনের তরফ থেকে বলা হয়েছে৷ বাকিরা পায়ের তলায় পিষে মারা গিয়েছেন। করোনার অতিমারির পরে প্রথমবার নো-মাস্ক হ্যালোইন পার্টিতে অংশ নিয়েছিলেন প্রায় ১ লক্ষ মানুষ৷
৩১ অক্টোবর হ্যালোউইন। তা পালনের জন্য রাজধানী সিওলের প্রাণকেন্দ্রে একটি বাজারে কেনাকাটায় ব্যস্ত ছিলেন মানুষজন। স্থানীয় সংবাদমাধ্যমের দাবি, শনিবার রাতে সেখানকার আইটেওন জেলায় ওই বাজারে প্রায় লক্ষ লোকের ভিড় হয়েছিল। একটি সরু গলিতে কয়েকশো দোকানের ভিতর বহু ক্রেতা ছিলেন। রাস্তায়ও জমায়েত ছিল। সে সময়ই এই বিপর্যয় ঘটে। শনিবার মাঝরাতের কিছু আগে ওই বাজারে ভিড়ের চাপ বাড়তে থাকে। তার জেরে একটি হোটেলের কাছে অনেকে জ্ঞান হারান।
truly the scariest halloween of my life—30 down, 400 rescue workers deployed. please avoid itaewon and stay safe. #이태원사고 pic.twitter.com/PC1GBJt7qk
— Chloe Park 🦋 in Seoul (@chloepark) October 29, 2022
충격주의)현재 이태원 압사 사망자 발생했다는듯 pic.twitter.com/ExGTyJQQN9
— 이것저것 소식들 (@feedforyou11) October 29, 2022
দুর্ঘটনার ছবি সোশ্যাল মিডিয়ায় নিমেষের মধ্যে ভাইরাল হয়েছে। তাতে দেখা গেছে, রাস্তার ওপর ব্যাগে করে মরদেহ রাখা হয়েছে। জরুরি চিকিৎসাসেবা দিয়ে আহত ব্যক্তিদের বাঁচানোর চেষ্টা করছেন উদ্ধারকর্মীরা। রাস্তায় একজন আরেকজনের ওপর পড়ে আছেন, তাঁদের উদ্ধারের চেষ্টা চলছে। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক-ইওল জরুরি বৈঠক ডেকেছেন। কী ভাবে এমন ঘটল, তার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।