বডি শেপারের মধ্যে লুকানো ছিল তিন কোটি টাকার সোনা! চাঞ্চল্য দিল্লি বিমানবন্দরে

বডি শেপারের মধ্যে লুকানো ছিল তিন কোটি টাকার সোনা! চাঞ্চল্য দিল্লি বিমানবন্দরে

নয়াদিল্লি: বিমানবন্দর দিয়ে সোনা পাচারের ঘটনা নতুন কিছু নয়। হামেশাই এই ধরনের ঘটনা ঘটে থাকে। সম্প্রতি দিল্লির ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে সোনা পাচারের ঘটনায় তিন জনকে গ্রেফতার করেছে শুল্ক বিভাগ। তাঁদের কাছ থেকে যে সোনা উদ্ধার করা হয়েছে, তার আনুমানিক মূল্য ৩ কোটি টাকা।

বিমানবন্দর সূত্র থেকে জানা গিয়েছে যে, সম্প্রতি শারজার একটি উড়ান দিল্লি পৌঁছেছিল। সেই উড়ানের তিন জন যাত্রীর উপর সন্দেহ হয় শুল্ক দফতরের। ওই তিন জনকে চেকিং করতে শুরু করেন শুল্ক অফিসাররা। চেকিংয়ের সময় তাঁদের সামনে উঠে আসে এক চাঞ্চল্যকর তথ্য। দেখা যায় যে, বডি শেপারের মধ্যে রাসায়নিক পেস্টের আকারে সোনা লুকিয়ে নিয়ে এসেছিলেন অভিযুক্তরা। তার পরেই বাজেয়াপ্ত করা হয় ওই সোনা। শুল্ক অফিসারদের বক্তব্য, বাজেয়াপ্ত হওয়া সোনার মূল্য প্রায় ২.৯৬ কোটি টাকা। অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করে তাঁদের গ্রেফতার করা হয়েছে। বর্তমানে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এটাই প্রথম নয়। অভিযোগ, দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে সোনা পাচারের ঘটনা দিন-দিন বাড়ছে। বিগত এক মাসে এমন বহু ঘটনা প্রকাশ্যে এসেছে। দিন ছয়েক আগেই অর্থাৎ ২৭ অক্টোবর দিল্লির ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরে ধরা পড়েছিল ৭.৫ কেজি সোনা। বাজেয়াপ্ত সোনার মূল্য আনুমানিক ৩.৫ কোটি টাকা। বিমানবন্দর সূত্রের খবর, কিরঘিজস্তানের এক মহিলা দিল্লি বিমানবন্দরে পৌঁছান। অভিযোগ, গরম জামাকাপড়ে লুকিয়ে চারটি সোনার ইট এনেছিলেন তিনি। কিন্তু টার্মিনাল থেকে বেরোতে গিয়ে তল্লাশির সময় বিষয়টি প্রকাশ্যে আসে। এর পরেই অভিযুক্ত ওই মহিলার বিরুদ্ধে শুল্ক বিভাগ এফআইআর দায়ের করে।

গত মাসেও চলেছে ধরপাকড়:

এর আগের মাসেও দিল্লির আন্তর্জাতিক বিমানবন্দরে এক ব্যক্তিকে পাকড়াও করা হয়েছিল। ইকে ৫১৬ উড়ানে এক ব্যক্তি দিল্লি এসেছিলেন। সেই ব্যক্তির উপর সন্দেহ হয় শুল্ক অফিসারদের। তল্লাশির সময় ওই ব্যক্তির জিনিসপত্র থেকে সাতটি দামি ঘড়ি উদ্ধার করা হয়। এই ঘড়িগুলির প্রত্যেকটি জ্যাকব অ্যান্ড কোং সংস্থার। হিরে খচিত ছিল এই ঘড়িগুলি। পরে জানা গিয়েছে যে, ওই ঘড়িগুলির মূল্য ২৭ কোটি ৯ লক্ষ ২৬ হাজার ৫১ টাকা। শুল্ক আইন ১৯৬২-র ১১০ ধারার অধীনে ঘড়ি বাজেয়াপ্ত করে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।

(Feed Source: news18.com)