হাসপাতালে, পায়ে প্লাস্টার, গুলি লাগার পর এই প্রথম জাতির উদ্দেশে বক্তব্য ইমরানের

হাসপাতালে, পায়ে প্লাস্টার, গুলি লাগার পর এই প্রথম জাতির উদ্দেশে বক্তব্য ইমরানের

#পাকিস্তান:  ট্রাকের মাথায় ইমরান খান। দু’পাশে অনুগামীদের ভিড়। হঠাৎই ছুটে এল গুলি। লুটিয়ে পড়লেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী। তোলপাড় পাকিস্তান। বৃহস্পতিবার ইমরান খানের মিছিলে চলল এলোপাথারি গুলি। এরপর কেটে গিয়েছে গোটা একটা দিন। শুক্রবার জখম হওয়ার পর প্রথম জাতির উদ্দেশে বক্তব্য রাখলেন ইমরান। হাসপাতাল থেকেই সরাসরি জানালেন, ” আমার পায়ে ৪টে গুলি লাগে। আমার ডাক্তার বলবে কোথায় কোথায় গুলি লেগেছে।”

পাকিস্তানের তেহরিক-ই-ইনসাফ-এর শেয়ার করা একটি ইডিওতে দেখা যাচ্ছে ইমরানের ডান পায়ে প্লাস্টার। ইমরানের চিকিৎসক এক্স-রে প্লেটে দেখান, কোথায় কোথায় গুলি লেগেছিল প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর।

বৃহস্পতিবার গুলিবিদ্ধ অবস্থায় তড়িঘড়ি ইমরান খানকে নিয়ে যাওয়া হয় লাহোরের হাসপাতালে। পাক সংবাদমাধ্যম সূত্রে খবর, একটি কালো রঙের স্পোর্টস ইউটিলিটি ভেহিকেল বা এসইউভি-তে করে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পিটিআই নেতাদের দাবি, ওই সময় ইমরানের দুই পায়ে বাঁধা ছিল ব্যান্ডেজ। পায়ের ক্ষতস্থান থেকে রক্ত ঝরছিল। কিন্তু ওই অবস্থাতেও জ্ঞান হারাননি তিনি। প্রসঙ্গত, গুলিবিদ্ধ অবস্থায় কোনও সরকারি হাসপাতালে যেতে চাননি ইমরান। ফলে লাহোরে তাঁর মা-র নামাঙ্কিত শাউখত খানুম ক্যান্সার হাসপাতালেই নিয়ে যাওয়া হয় পিটিআই চেয়ারম্যানকে। বর্তমানে ওই হাসপাতালেই চিকিৎসাধীন।

গুলি লাগার পর দলের কর্মীদের ইমরান জানান, ” আল্লাহ আমায় নতুন জীবন দিয়েছে। আমি ফিরে আসব, লড়াই করে জবাব দেব। আমি জানি, আমায় মেরে ফেলার উদ্দেশেই গুলি চালানো হয়েছিল। আমায় খুন করতে চেয়েছিল, কিন্তু ওরা জানে না, ঈশ্বর আমায় রক্ষা করছে।”

মিছিল চলাকালীন গুলি করা হয় ইমরান খানকে। গুলিতে ইমরান খান-সহ জখম ১৫ জন, মৃত ১।  পাক সংবাদমাধ্যম জানাচ্ছে, ওয়াজিরাবাদ জেলার গুরজনওয়ালার আলওয়ালা চকে একটি এসইউভিতে সওয়ার ইমরান তাঁর সমর্থকদের উদ্দেশে লং মার্চে যোগদানের আবেদন জানাচ্ছিলেন। সে সময় এক ব্যক্তি আচমকাই এলোপাথারি গুলি চালাতে শুরু করে। গ্রেফতার হামলাকারি বন্দুকবাজ, একে-৪৭ থেকে গুলি চালানো হয় ইমরানকে লক্ষ্য করে।

(Feed Source: news18.com)