টানা তিন দিন জেরার পর থেকে মেয়ের কাছ থেকে তেমন কোনও তথ্য বার করতে পারেননি গোয়েন্দারা। তাই এবার অনুব্রতকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের তোড়জোড় শুরু করল ইডি। সূত্রের খবর, অনুব্রতকে দিল্লি নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে চান গোয়েন্দারা। সেজন্য আইনি প্রক্রিয়া শুরু হয়েছে।
গরুপাচারকাণ্ডে গত বুধবার থেকে টানা তিন দিন গরুপাচারকাণ্ডে অনুব্রতর মেয়ে সুকন্যা মণ্ডলকে জেরা করেছে ইডি। তবে তাতে লাভের লাভ তেমন হননি। কারণ নাম – ঠিকানার মতো ব্যক্তিগত কিছু তথ্য ছাড়া গোয়েন্দাদের তেমন কিছু জানাতে পারেননি সুকন্যা। প্রায় সব প্রশ্নের উত্তরেই হয় বলেছেন, বাবা জানেন, নইলে হিসাবরক্ষক মণীশ কোঠারির নাম করেছেন তিনি।
এই পরিস্থিতিতে গরুপাচারের রহস্যভেদে অনুব্রতকে দিল্লি নিয়ে গিয়ে জেরা করতে চান গোয়েন্দারা। চলতি মাসেই তাকে দিল্লি নিয়ে যেতে চায় ইডি। সেজন্য আইনি প্রক্রিয়া শুরু করতে চলেছে ইডি।
গত মাসে অনুব্রতর দেহরক্ষী সায়গল হোসেনকে দিল্লি নিয়ে যায় ইডি। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে সায়গলকে দিল্লি নিয়ে যেতে সাফল্য পায় তারা। কিন্তু সায়গল সেখানে গোয়েন্দাদের কী বলেছেন তা অবশ্য জানা যায়নি। তবে সায়গলকে দিল্লি নিয়ে যেতে ইডিকে যে আইনি জটিলতা পেরোতে হয়েছিল এবার তা আর চায় না তারা।