ভুয়ো পরিচয়পত্র তৈরিতে ওস্তাদ, মথুরাপুর থেকে আল কায়দা জঙ্গি সন্দেহে গ্রেফতার যুবক

ভুয়ো পরিচয়পত্র তৈরিতে ওস্তাদ, মথুরাপুর থেকে আল কায়দা জঙ্গি সন্দেহে গ্রেফতার যুবক

 

রাজ্যে ফের জঙ্গি সন্দেহে এক ব্যক্তিকে গ্রেফতার করল এসটিএফ। ধৃতের নাম মনিরুদ্দিন খান (২০)। দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। সূত্রের খবর, সে ভুয়ো পরিচয়পত্র তৈরি করতে সাহায্য করত। ধৃত মনিরুদ্দিন জঙ্গি সংগঠন আল কায়দার সঙ্গে জড়িত।

শনিবার তাকে দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর থেকে গ্রেফতার করা হয়। রবিবার তাকে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে তোলা হলে আদালত ১৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে সে আল কায়দার সঙ্গে সরাসরি জড়িত। জঙ্গি সংগঠনে নিয়োগের পাশাপাশি সে ভুয়ো পরিচয়পত্র তৈরি করে দিত।এই কাজে সে দক্ষ হয়ে উঠেছিল। ধৃত মনিরুদ্দিনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১২০বি, ৪১৯, ৪৬৭, ৪৬৮, ৪৭১ এবং ১৩/১৪ ফরেনার্স অ্যাক্ট, ১৬/১৭/১৮/২০ ইউএপি আইনে মামলা দায়ের করা হয়েছে।

এসটিএফ জানিয়েছে, এর আগে আল কায়দা জঙ্গি সন্দেহে পেশা শিক্ষক আজিজুল হককে গ্রেফতার করে তারা। তাকে জিজ্ঞাসাবাদ করেই উঠে আসে মনিরুদ্দিনের নাম।   

(Feed Source: hindustantimes.com)