Hanzla Adnan Death: পাকিস্তানের কপালে ভাঁজ, এবার নিহত উধমপুর হামলার মূল চক্রি
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: লস্কর-ই-তৈয়বা (এলইটি) সন্ত্রাসবাদী হানজলা আদনান, যিনি ২০১৫ সালে জম্মু ও কাশ্মীরের উধমপুরে বিএসএফ (বর্ডার সিকিউরিটি ফোর্স) কনভয়ে হামলার পরিকল্পনা করেছিলেন তিনি পাকিস্তানের করাচিতে অজানা বন্দুকধারীদের হাতে নিহত হয়েছেন। তিনি ২৬/১১ মুম্বই হামলার মাস্টারমাইন্ড, এলইটি প্রধান হাফিজ সাইদের ঘনিষ্ঠ বলে মনে করা হয়। হানজলা আদনানকে ২ এবং ৩ ডিসেম্বরের মধ্যবর্তী রাতে তার বাড়ির বাইরে গুলি করা হয়েছিল। তার শরীরে চারটি গুলি পাওয়া গিয়েছে। জানা গিয়েছে, এলইটি সন্ত্রাসবাদীকে পাকিস্তানি সেনাবাহিনী গোপনে করাচির একটি হাসপাতালে নিয়ে গিয়েছে।…