অমরনাথ যাত্রায় হামলার পরিকল্পনা, শ্রীনগরে খতম লস্কর ই তৈবার ২ জঙ্গি

অমরনাথ যাত্রায় হামলার পরিকল্পনা, শ্রীনগরে খতম লস্কর ই তৈবার ২ জঙ্গি

শ্রীনগর : খতম দুই জঙ্গি। শ্রীনগরের (Srinagar) বেমিনা এলাকায় লস্কর ই তৈবার (Lashkar-e-Taiba) দুই জঙ্গিকে খতম করল নিরাপত্তাবাহিনী (Security Force)। ঘটনায় জখম হয়েছেন এক পুলিশকর্মী। মঙ্গলবার একথা জানায় পুলিশ।

কী বলছে পুলিশ ?

কাশ্মীর জোন পুলিশের (Kashmir Zone Police) তরফে জানানো হয়, এটা সেই গ্রুপ, যারা সোপোর এনকাউন্টারের সময় পালিয়েছিল। তাদের গতিবিধির ওপর নজর রাখা হচ্ছিল। এই এনকাউন্টারকে ‘বিশাল সাফল্য’ হিসেবে ব্যাখ্যা করেছে পুলিশ কর্তৃপক্ষ।

কাশ্মীর জোন পুলিশের তরফে অপর একটি ট্যুইটে জানানো হয়েছে, লস্কর ই তৈবার দুই পাকিস্তানি জঙ্গিকে পাঠিয়েছিল পাকিস্তানের হ্যান্ডলাররা। এর সঙ্গে ছিল স্থানীয় এক জঙ্গি। পহলগাম-অনন্তনাগের আদিল হুসেন। ২০১৮ সাল থেকে সে পাকিস্তানে ছিল। যাত্রায় হামলা চালানোর জন্য জঙ্গিদের পাঠানো হয়েছিল।

প্রসঙ্গত, উপত্যকায় সপ্তাহ দুয়েক আগে এক শিক্ষিকাকে গুলি করে খুন করেছিল জঙ্গিরা (Terrorist Attcak)। গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় ওই মহিলাকে। কিন্তু বাঁচানো যায়নি তাঁকে।

কাশ্মীরে হিন্দু শিক্ষিকাকে গুলি করে খুন-

কাশ্মীরের কুলগামের গোপালপাড়ায় ওই মহিলাকে লক্ষ্য করে হামলা চালায় জঙ্গিরা। নিহতকে রজনী বালা বলে শনাক্ত করে হয়। তিনি জম্মুর সাম্বার বাসিন্দা। ৩৬ বছরের রজনীকে লক্ষ্য় করে জঙ্গিরা গুলি চালায় বলে অভিযোগ। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। কিন্তু হাসপাতালে মৃত্য়ু হয় তাঁর।

এই হামলার তীব্র নিন্দা করেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লা। টুইটারে তিনি লেখেন, ‘রজনী জম্মুর সাম্বা জেলার বাসিন্দা ছিলেন। দক্ষিণ কাশ্মীরের কুলগামে সরকারি স্কুলে চাকরি করতেন। ঘৃণ্য হামলায় মৃত্য়ু হয়েছে তাঁর। ওঁর স্বামী রাজকুমার এবং পরিবারের সকলকে সমবেদনা জানাই। হিংসার প্রকোপে আরও একটি পরিবার ক্ষতবিক্ষত।’

(Source: abplive.com)