যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হস্টেলে র্যাগিংয়ের অভিযোগ উঠল। বিশ্ববিদ্যালয়ের বিশেষভাবে সক্ষম এক পড়ুয়াকে র্যাগিং করা হয়েছে বলে অভিযোগ। এমন অভিযোগ উঠতেই নড়েচড়ে বসেছে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অভিযুক্ত ছাত্রকে হোস্টেলে ঢুকতে নিষেধ করা হয়েছে। এ বিষয়ে আজ বুধবার অ্যান্টি র্যাগিং স্কোয়াডের বৈঠক হবে।
বিশ্ববিদ্যালয় সূত্রের খবর, ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যায় নিউ ব্লক হস্টেলে। আক্রান্ত পড়ুয়া আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে স্নাতক স্তরের তৃতীয় বর্ষের ছাত্র। তিনি স্বল্প দৃষ্টিসম্পন্ন পড়ুয়া। ওই ছাত্র জি সি সেন ছাত্রাবাসের আবাসিক। অভিযোগ, পরীক্ষার অনুলেখকের খোঁজে নিউ ব্লক হস্টেলের এক বন্ধুর ঘরে গিয়েছিলেন ওই পড়ুয়া। সেখানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের এক প্রাক্তন ছাত্র তাকে ধাক্কাধাক্কি ও মারধর করে। এছাড়াও হস্টেলের আরও কয়েকজন আবাসিকও তাকে মারধর করে এবং হস্টেল থেকে বার করে দেওয়ার চেষ্টা করে বলে অভিযোগ। আক্রান্ত ছাত্রের অভিযোগ, ঘটনার সময় অভিযুক্তরা স্বাভাবিক অবস্থায় ছিল না। এই পরিস্থিতিতে কোনওভাবে তার এক বন্ধু তাকে হস্টেল থেকে বাইরে নিয়ে আসে।
ঘটনায় উপাচার্যকে লিখিতভাবে অভিযোগ জানায় বিশ্ববিদ্যালয়ের ‘ফোরাম ফর স্টুডেন্টস উইথ ডিজএবিলিটিজ’। উল্লেখ্য, নিউ ব্লকে বিশেষভাবে সক্ষম পড়ুয়াদের উপর র্যাগিংয়ের ঘটনা নতুন কিছু নয়। এর আগেও তাদের একাধিবার মারধর করা হয়েছে বলে অভিযোগ। উপাচার্যের কাছে তার প্রতিকারের দাবি জানিয়েছেন বিশেষভাবে সক্ষম পড়ুয়ারা। ফোরাম উপাচার্যকে অভিযোগ জানানোর পাশাপাশি ইউজিসির হেল্পলাইনেও অভিযোগ জানিয়েছে। ফোরামের যুগ্ম আহ্বায়ক সুরজ ঝা অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এছাড়াও বিশেষভাবে সক্ষম পড়ুয়াদের নিরাপত্তার দাবি জানিয়ে আজ উপাচার্যর দফতরে যাবেন বলে জানিয়েছেন। এ বিষয়ে উপাচার্য সুরঞ্জন দাস জানান, অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে, এটি দুর্ভাগ্যজনক। ডিন অব স্টুডেন্টস রজত রায় বলেন, অভিযুক্ত ছাত্রকে হস্টেলে ঢুকতে নিষেধ করা হয়েছে।