সৌভিক মজুমদার, কলকাতা : রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের (Rabindra Bharati UNiversity) জোড়াসাঁকো ক্যাম্পাসের (Jorasanko Campus) হেরিটেজ ভবন (Heritage Building) ভাঙার কাজে স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। এই নির্দেশের পরও কাজ চললে জবাবদিহি করতে হবে রাজ্যকেই। হুঁশিয়ারি প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের।
কাঠগড়ায় শাসকদলের শিক্ষাকর্মী সংগঠন !
কবিগুরুর স্মৃতি বিজড়িত হেরিটেজ ভবন ভেঙে তৈরি হচ্ছিল শাসকদলের শিক্ষাকর্মী সংগঠনের অফিস ! রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের জোড়াসাঁকো ক্যাম্পাসে এমনই বিস্ফোরক অভিযোগ উঠেছে। আর এই প্রেক্ষিতেই হস্তক্ষেপ করল কলকাতা হাইকোর্ট। অবিলম্বে হেরিটেজ ভবন ভাঙার কাজ বন্ধের নির্দেশ দিল আদালত।
জোড়াসাঁকোর হেরিটেজ ভবনের অব্যবহৃত ঘর ভেঙে দেওয়ার অভিযোগে ৩ নভেম্বর হাইকোর্টে জনস্বার্থ মামলা করেন স্বদেশ মজুমদার নামে এক ব্যক্তি।মামলাকারী অভিযোগ তোলেন, এই হেরিটেজ ভবনের দুটি ঘর ভেঙে ফেলা হয়েছে। যে ঘরে রবীন্দ্রনাথ ঠাকুর প্রথমবার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করেন, ঐতিহাসিক সেই ঘর তৃণমূলের শিক্ষাকর্মী সংগঠন শিক্ষা বন্ধু সমিতির অফিস হিসেবে ব্যবহার করা হচ্ছে। এমনকী সেখানে কবিগুরুর ছবি সরিয়ে রাজনৈতিক নেতাদের ছবি টাঙানো হয়েছে।
রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থানে, হেরিটেজ ভবন ভাঙা অবিলম্বে বন্ধ করার আবেদন করেন মামলাকারীর আইনজীবী। সোমবার, প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দেয়, জোড়াসাঁকো ক্যাম্পাসে হেরিটেজ ভবন আর ভাঙা যাবে না। এই নির্দেশের পরেও যদি কাজ চলে, জবাবদিহি করতে হবে রাজ্য সরকারকেই। কার নির্দেশে হেরিটেজ ভবন ভাঙা হচ্ছিল ? আদৌ কি অনুমতি নেওয়া হয়েছিল ? বিস্তারিত জানতে চেয়ে রাজ্য সরকার ও রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়কে ২১ নভেম্বর রিপোর্ট দিতে নির্দেশ দিয়েছে আদালত। ওইদিনই মামলার পরবর্তী শুনানি।
দিনকয়েক আগেই শাসক দলের অনুগামী কর্মী-সংগঠনের বিরুদ্ধে সরব হন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সব্যসাচী বসু রায়চৌধুরী। “এভাবে কাজ করা কঠিন, সম্মতি ছাড়াই দফতরের কর্মীদের তুলে নেওয়া হয়েছে”, বলে মন্তব্য করেন তিনি।
তিন মাস আগেও, বিশ্ববিদ্যালয় নিয়ে অভিযোগ তুলেছিলেন রবীন্দ্রভারতীর উপাচার্য। চিঠি দিয়েছিলেন মুখ্যমন্ত্রীকে। কিন্তু, গত বুধবার তিনি দাবি করেন, সমস্যা কমার বদলে বেড়েছে। সেই সঙ্গে উপাচার্য ফের নিশানা করেন তৃণমূলের কর্মচারী সংগঠনকে।
(Feed Source: abplive.com)