রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের জোড়াসাঁকো ক্যাম্পাসের হেরিটেজ ভবন ভাঙার কাজে স্থগিতাদেশ
সৌভিক মজুমদার, কলকাতা : রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের (Rabindra Bharati UNiversity) জোড়াসাঁকো ক্যাম্পাসের (Jorasanko Campus) হেরিটেজ ভবন (Heritage Building) ভাঙার কাজে স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। এই নির্দেশের পরও কাজ চললে জবাবদিহি করতে হবে রাজ্যকেই। হুঁশিয়ারি প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের। কাঠগড়ায় শাসকদলের শিক্ষাকর্মী সংগঠন ! কবিগুরুর স্মৃতি বিজড়িত হেরিটেজ ভবন ভেঙে তৈরি হচ্ছিল শাসকদলের শিক্ষাকর্মী সংগঠনের অফিস ! রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের জোড়াসাঁকো ক্যাম্পাসে এমনই বিস্ফোরক অভিযোগ উঠেছে। আর এই প্রেক্ষিতেই হস্তক্ষেপ করল কলকাতা হাইকোর্ট। অবিলম্বে হেরিটেজ ভবন ভাঙার কাজ বন্ধের নির্দেশ দিল আদালত।…