আইসিসি প্রতিযোগিতায় নক আউট পর্বে হেরেই চলেছে ভারত, দেখুন গত কয়েক বছরের রেকর্ড

আইসিসি প্রতিযোগিতায় নক আউট পর্বে হেরেই চলেছে ভারত, দেখুন গত কয়েক বছরের রেকর্ড

অ্যাডিলেড: রবিবার টি২০ বিশ্বকাপের ফাইনালে হবে ভারত বনাম পাকিস্তান দ্বৈরথ ৷ এমনটা প্রায় প্রত্যেক ক্রিকেটপ্রেমী ধরেই নিয়েছিলেন ৷ ম্যাচ শুরুর আগে ইংল্যান্ডের হয়ে বাজি ধরার লোক ছিল হাতেগোনা ৷ কিন্তু বৃহস্পতিবার অ্যাডিলেডে খেলা যতোই গড়িয়েছে, ততই ফাইনালে খেলার আশা কমতে থেকেছে রোহিত ব্রিগেডের ৷ বলা যেতে পারে, কোনও লড়াই-ই এদিন হয়নি ম্যাচে ৷ ১০ উইকেটে হার হজম ভারতের ৷ ব্রিটিশদের কাছে আত্মসমর্পণ মেন ইন ব্লু’দের ৷ 

গত কয়েকটি আইসিসি প্রতিযোগিতায় নকআউটে রোহিতের ফর্ম খুব একটা ভাল নয়। ফর্ম  ভাল নয় ভারতেরও ৷ আইসিসি টুর্নামেন্টে নক আউট পর্যায় হার হজম যেন অভ্যাসে পরিণত করে ফেলেছে ভারতীয় দল ৷ ২০১৪ সাল থেকে রেকর্ড দেখলেই তা স্পষ্ট ৷

India in ICC knockouts matches since 2014:

– Lost 2014 Final Vs Sri Lanka.
– Lost 2015 Semis Vs Australia.
– Lost 2016 Semis Vs West Indies.
– Lost 2017 Final Vs Pakistan.
– Lost 2019 Semis Vs New Zealand.
– Lost 2021 WTC Final Vs New Zealand.
– Lost 2022 Semis Vs England.

২০১৪ সাল থেকে ধরলে আইসিসি প্রতিযোগিতায় কখনও সেমিফাইনাল আবার কখনও বা ফাইনালে হেরেছে ভারত ৷ এই পরিসংখ্যান কিন্তু সেই কথাই বলছে ৷

(Feed Source: news18.com)