মন্ত্রী পদ খারিজ হোক অখিলের, রাজ্যপালকে চিঠি শুভেন্দুর, উত্তাল হতে পারে বিধানসভা

মন্ত্রী পদ খারিজ হোক অখিলের, রাজ্যপালকে চিঠি শুভেন্দুর, উত্তাল হতে পারে বিধানসভা

রাষ্ট্রপতিকে নিয়ে আপত্তিকর মন্তব্যের জেরে নিজের দলেরই নিন্দার পাত্র হয়েছেন অখিল গিরি। এই আবহে এবার তাঁর মন্ত্রী পদ খারিজের দাবি তুলে সরব হয়েছে বিরোধী বিজেপি। ইতিমধ্যেই রাজ্যপাল লা গণেশনকে চিঠি লিখে তাঁর সঙ্গে দেখা করতে চেয়েছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অখিল গিরির মন্ত্রিত্ব খারিজ করার দরবার জানাতেই রাজভবনে যেতে চান শুভেন্দু।

রাজ্যপালকে লেখা চিঠিতে শুভেন্দু অধিকারীর বক্তব্য, ‘কারা দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী অখিল গিরি রাষ্ট্রপতি দ্রৌপদীকে অপমান করে খুব বাজে কথা বলেছেন। ভারতের রাষ্ট্রপতি আমাদের সাংবিধানিক প্রধান এবং তিনি ভারতের সশস্ত্র বাহিনীর প্রধান। তাঁকে অপমান করা মানে দেশকে অপমান করা। মাননীয় রাষ্ট্রপতি আদিবাসী সম্প্রদায়ের। এই আবহে মন্ত্রীর এহেন মন্তব্য প্রমাণ করে যে তাঁর মানসিকতা কতটা আদিবাসীবিরোধী।’

এদিকে দ্রৌপদী মুর্মুকে নিয়ে করা অখিল গিরির মন্তব্যের প্রেক্ষিতে বিধানসভা নিন্দা প্রস্তাব আনতে পারেন বিজেপির আদিবাসী বিধায়করা। বিজেপি তফসিলি মোর্চার সভাপতি তথা হবিবপুরের বিধায়ক জুয়েল মুর্মু শনিবার তেমনই ইঙ্গিত করেছেন। তিনি জানিয়েছেন, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কাছে বিজেপির আট আদিবাসী বিধায়ক আবেদন করবেন যাতে পরিষদীয় দলের তরফে শীতকালীন অধিবেশনে নিন্দা প্রস্তাব পেশ করা হয় রামনগরের বিধায়কের বিরুদ্ধে। এই আবহে জুয়েল বলেছেন, ‘আমরা আদিবাসী সম্প্রদায়ের। আমরা পিছিয়ে পড়া সম্প্রদায়ের হলেও, আমাদের সম্মান রয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে যেভাবে আক্রমণ করা হয়েছে তার নিন্দা জানানোর ভাষা নেই।’

এদিকে তৃণমূলের তরফে টুইট করে ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে যে তাঁরা অখিল গিরির মন্তব্যকে কোনও ভাবেই সমর্থন করে না। এই আবহে ঘরে বাইরে নিন্দার মুখে কোঁঠাসা হয়েছেন অধিকারী বিরোধী হিসেবে পরিচিত অখিল গিরি। এই আভহে তিনি রাষ্ট্রপতিকে চিঠি লিখে ক্ষমাপ্রার্থনা করবেন বলে জানা গিয়েছে।