পদত্যাগ করলেও ক্ষমা চাওয়ায় ‘না’ অখিলের, বন আধিকারিকদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ
কলকাতা : মহিলা বন আধিকারিককে প্রকাশ্যে হুমকি দেওয়ায়, রবিবারই তৃণমূলের শীর্ষ নেতৃত্বের চাপে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলেন। সেই মতো, সোমবার মন্ত্রিত্বের পদ থেকে পদত্যাগ করলেন অখিল গিরি ( Akhil Giri ) । যদিও নিজের অবস্থানে অনড় থেকেই বন আধিকারিকের কাছে ক্ষমা চাইতে নারাজ তিনি। সোমবারও বললেন, ‘ আমি কোনও আধিকারিকের কাছে ক্ষমা চাইব না, আমি জনপ্রতিনিধি হিসেবে মুখ্যমন্ত্রীর কাছে ক্ষমা চাইতে পারি।’ তাজপুরে সমুদ্রের তীরে দোকান বসানোকে কেন্দ্র করে বিতর্কের সূত্রপাত। বন দফতরের বিরুদ্ধে দোকান ভেঙে ফেলার অভিযোগ তোলেন অখিল…