২ শতাংশ মানুষ খুঁজে পেয়েছেন, এই ছবিতে লুকিয়ে আছে দুই-এর বেশি মহিলার মুখ

২ শতাংশ মানুষ খুঁজে পেয়েছেন, এই ছবিতে লুকিয়ে আছে দুই-এর বেশি মহিলার মুখ

#নয়াদিল্লি: অপটিক্যাল ইলিউশন সাধারণত মানুষের চিন্তার গভীরে গিয়ে নানারকম প্রভাব বিস্তার করে৷ মানে, সাদা চোখে যা দেখে আসল কথাটা বোঝা যায় না, সেই ছবির ভিতর থেকে আসল সত্যিটা প্রকাশ করতে গেলে চিন্তা সূত্রে নানারকম ঝড় তুলতে হয়৷ সেই ঝড় তোলার কাজ করতে গিয়েই নানারকম নতুন দিক তৈরি হয়, যা এই ধরণের অপটিক্যাল ইলিউশন তৈরি করে থাকে৷

এই ছবিটি ইউক্রেনের শিল্পী ওলেগ শুপ্লিয়াকের আঁকা৷ যেটি ইন্টারনেটে কার্যত ঝড় তুলেছে৷ ইন্টারনেটের পরিসংখ্যান বলছে, এই ছবিটি দেখে আসল সত্যিটা বুঝতে পারছেন মাত্র দুই শতাংশ মানুষ৷ বাকি ৯৮ শতাংশ মানুষই এই ছবি দেখে তেমন কিছু বুঝতেই পারছেন না৷ কেউ কেউ তো চারটি মহিলার মুখ খুঁজে পেয়েছেন৷

আপনি কয়েকটি মুখ দেখতে পাচ্ছেন, দেখুন…

এই ছবিতে আপাতভাবে একটি মেয়ের মুখ দেখা যাচ্ছে৷ শুধু মুখ বলা ভুল, এক যুবতীর পূর্ন অবয়বের ছবি দেখা যাচ্ছে৷ সেই মেয়েটির খোলা চুলে শিল্পী তরঙ্গ তলেছেন৷ কিন্তু আপাত ভাবে ছবিটি দেখে মনে হচ্ছে, এখানে একটিই মেয়ের পূর্ণ অবয়ব রয়েছে৷ তা হলে আর মেয়েদের মুখ কোথা থেকে দেখা যাবে৷

কিন্তু আপনি একটু লক্ষ করলে দেখতে পাবেন, ডান হাতের কাছে একটি মুখের অবয়ব তৈরি হয়েছে৷ এ খানে না হয় দু’টি মুখের সন্ধান পাওয়া গেল৷ এ বার তৃতীয়টি কোথায় পাওয়া যাবে৷

এ বার সামান্য জুম করে দেখলে দেখবেন, মেয়েটির ডান হাত যেখানে মুখের কাছে মিলছে, সেখানে একটি ক্ষুদ্র মুখের চিহ্ন রয়েছে৷ এর একটি এ বার নিজেরাই খুঁজে বার করুন দেখি৷ মেয়েটির কোমররের কাছে রয়েছে সেটি, দেখুন ভাল করে৷

(Feed Source: news18.com)