গ্রামীণ মহিলাদের স্বর্নিভর করতে বড়সড় উদ্যোগ সরকারের, শুরু প্রশিক্ষণ

গ্রামীণ মহিলাদের স্বর্নিভর করতে বড়সড় উদ্যোগ সরকারের, শুরু প্রশিক্ষণ

#মুর্শিদাবাদ: মুর্শিদাবাদ জেলার প্রান্তিক গ্রামীণ এলাকার মহিলাদের কথা মাথায় রেখে খড়গ্রাম ব্লকের অন্তর্গত নগরে চলছে প্রশিক্ষণ শিবির। খড়গ্রাম ব্লকের অন্তর্গত নগরে পশ্চিমবঙ্গ রেশম খাদি ও পল্লি শিল্প সমিতি উদ্যোগে সুতো কাটার প্রশিক্ষণ নিচ্ছেন একশো জন মহিলা। মহিলাদেরকে হাতে কলমে শুধু প্রশিক্ষণ নয়, সেলাই-সহ সমস্ত কিছু প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। যা থেকে উপকৃত হবেন এলাকার মহিলারা।

কেন্দ্রীয় সরকারের আর্থিক সহযোগিতায় এই প্রশিক্ষণ চলছে। গ্রামীন অর্থনীতি আরও চাঙ্গা করতে পিছিয়ে পড়া বাড়ির গৃহবধূদের হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ৭ নভেম্বর থেকে শুরু করে ৭ ডিসেম্বর পর্যন্ত এই প্রশিক্ষণ চলবে। রেশমের মসলিন সুতো কাটা অম্বর চরকার মাধ্যমে এই সুতো কাটার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে মহিলাদের।

আয়োজকরা জানান, গ্রামীণ দরিদ্র মহিলাদের দক্ষতা বৃদ্ধির উদ্দেশ্যে যাতে এই দরিদ্র মহিলারা পশ্চিমবঙ্গ রেশম খাদি ও পল্লি শিল্প সমিতির ব্যবস্থাপনায় তারা আর্থিক ভাবে সফল হতে পারে। গ্রামের বেকার দরিদ্র বেকার যারা বাড়িতে বসে আছে তাদের কে অম্বর চরকার মাধ্যমে মসলিন সুতো কাটার সয়ং সম্পুর্ণ এই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে দৈনিক। এর ফলে আর্থিক ভাবে লাভবান হবেন এই কাজ শিখে বলেই আশাবাদী উদ্যোক্তারা।

তবে ট্রেনিং থেকে উপকৃত হচ্ছেন মহিলারা। তারা জানান, ট্রেনিং থেকে সুতো কাটা হচ্ছে। লাচ্ছি কাটা হচ্ছে। একটি সুতোর লাচ্ছি পিছু ৯ টাকা ৩০পয়সা পাচ্ছেন প্রশিক্ষণ রত মহিলারা। যাতে কিছুটা হলেও আর্থিক ভাবে উপকৃত হচ্ছেন প্রশিক্ষণ রত মহিলারা বলে জানান। মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম ব্লক মুলত কৃষিকাজের ওপর নির্ভরশীল। গ্রামীণ অর্থনীতিতে জোয়ার আনতে এবং ব্লকের মহিলাদের আর্থ সামাজিক ভাবে আরও এগিয়ে নিয়ে যেতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে ।

(Feed Source: news18.com)