নেতাজি ইন্ডোর থেকে পাট্টা দেবেন মুখ্যমন্ত্রী, পঞ্চায়েত নির্বাচনের আগে বড় পদক্ষেপ

নেতাজি ইন্ডোর থেকে পাট্টা দেবেন মুখ্যমন্ত্রী, পঞ্চায়েত নির্বাচনের আগে বড় পদক্ষেপ

বছর ঘুরলেই পঞ্চায়েত নির্বাচন। এই নির্বাচনকে কেন্দ্র করে এখন থেকেই ময়দানে নেমে পড়েছে রাজনৈতিক দলগুলি। এই পরিস্থিতিতে নদিয়ার ২০০টি পরিবার রাজ্যের মুখ্যমন্ত্রীর হাত থেকে জমির পাট্টা পেতে চলেছেন। আগামী ২৩ নভেম্বর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ভূমিহীন মানুষদের এই পাট্টা দেওয়া হবে বলে প্রশাসনিক সূত্রে খবর। ওইদিন চাকদহ, করিমপুর, নবদ্বীপ, কৃষ্ণনগর, রানাঘাট–সহ বিভিন্ন ব্লকের ভূমিহীন মানুষরা এই পাট্টা পেয়ে উপকৃত হবেন।

আর কী জানা যাচ্ছে?‌ চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ১৭৬টি পরিবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে জমির পাট্টা পেয়েছিলেন। নদিয়া জেলার দায়িত্বে রয়েছেন সাংসদ মহুয়া মৈত্র। তিনি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে থাকতে পারেন বলে সূত্রের খবর। নদিয়ায় প্রচুর ভূমিহীন উদ্বাস্তু পরিবার আছে। তাই রাজ্যে তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকার আসার পর থেকে এই ভূমিহীন উদ্বাস্তুদের পাট্টা দেওয়ার বিষয়ে জোর দেওয়া হয়।

এখনও পর্যন্ত কতজনকে পাট্টা দেওয়া হয়েছে?‌ প্রশাসন সূত্রে খবর, এই জেলায় ২০১১ সালের পর থেকে গত ১০ বছরে ৩৭ হাজার ৬৬৩ জনকে পাট্টা দেওয়া হয়েছে। নদিয়ায় মোট উদ্বাস্তু কলোনি ছিল ১১৮টি। ২০১৭ সালের সমীক্ষাতে আরও ৭৮টি চিহ্নিত হয়েছে। এখানে দীর্ঘদিন ধরে বসবাস করছেন উদ্বাস্ত মানুষরা। জেলার অধিকাংশ উদ্বাস্তুকে পাট্টা দেওয়া হয়েছে। তারপরও ২০০টি পরিবারকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জমির পাট্টা দেবেন।

ঠিক কী বলছে প্রশাসন?‌ এই পাট্টা বিলি নিয়ে অতিরিক্ত জেলাশাসক রবি প্রাসাদ মিনা(এলআর) বলেন, ‘‌২৩ নভেম্বর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রীর হাত থেকে ভূমিহীন ২০০টি পরিবার পাট্টা পাবে। এতে উদ্বাস্তু মানুষরা উপকৃত হবেন। নবদ্বীপ ব্লকের বিভিন্ন পঞ্চায়েতের ৮০টি পরিবার পাট্টা পাবেন। ২২ নভেম্বর সন্ধ্যার মধ্যে ওই সব উপভোক্তাদের মায়াপুর যুব আবাসে নিয়ে যাওয়া হবে। আর সকালে সরকারি খরচে তাঁদের নিয়ে আসা হবে কলকাতায়। এমনকী জমির পাট্টা নেওয়ার পর তাঁদের বাড়িতে পৌঁছে দেওয়ারও ব্যবস্থা থাকবে।’‌

(Feed Source: hindustantimes.com)