ভূমিকম্পে মৃত বেড়ে ২৫২, ছড়িয়ে ছিটিয়ে পড়ে দেহ, ইন্দোনেশিয়ায় সাংঘাতিক অবস্থা

ভূমিকম্পে মৃত বেড়ে ২৫২, ছড়িয়ে ছিটিয়ে পড়ে দেহ, ইন্দোনেশিয়ায় সাংঘাতিক অবস্থা

#জাকার্তা: ভূমিকম্পের পরে কেটে গিয়েছে ২৪ ঘণ্টা। ইন্দোনেশিয়াতে এখনও লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ২৫২। ধ্বংসাবশেষ থেকে এদিন প্রচুর দেহ নতুন করে উদ্ধার হয়েছে। তবে অনুমান করা হচ্ছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। কারণ, এখনও নিখোঁজ রয়েছেন অন্তত ৩১ জন। ভূমিকম্পে আহতের সংখ্যা ৩৭২। তাঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

ভূমিকম্পের কেন্দ্রস্থল সিয়ানজুর এলাকা। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ৫.৬। জাভাতেও প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে ভূমিকম্পে। ভূমিকম্পের জেরে জাভাতে একাধিক বাড়িতে কম্পণ শুরু হয়। বেশ কিছু বহুতল ভেঙে পড়তে শুরু করে। বহুতলের নীচেই চাপা পড়ে মৃত্যু হয়েছে অনেকের। সোমবার থেকেই শুরু হয়েছে উদ্ধারকার্য। তখনই প্রচুর মানুষের দেহ উদ্ধার হয়। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালগুলিতে ভর্তি করানো হয়েছে।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, ভূমিকম্পে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ২৫২। তবে উদ্ধারকার্য এখনও জোরকদমে চলছে। ৩১ জন নিখোঁজ রয়েছেন এখনও। তাঁদের খোঁজেও তল্লাশি শুরু হয়েছে। জাভার পূর্ব দিকে অংশটি ঘন জনবসতিপূর্ণ। ভূমিকম্পে এই এলাকাতেই মারাত্মক বেশি ক্ষতি হয়েছে। ভূমিকম্পের কম্পণে বহুতল থেকে প্রচুর মানুষ রাস্তায় নেমে আসেন। বেশ কিছু বহুতল ভেঙেও পড়ে।

আহতদের মধ্যে অন্তত ১০০ জনের অবস্থা অতি সঙ্কটজনক। সিয়ানজুর এলাকাই ভূমিকম্পের কেন্দ্রস্থল। এই এলাকাটিতে ভূমিকম্পে সবথেকে বেশি আঘাত হেনেছে। এখনও পর্যন্ত বেশি মৃতের সংখ্যা এই এলাকা থেকে পাওয়া গিয়েছে। সবচেয়ে বেশি বহুতল ভেঙেছে সিয়ানজুর এলাকা থেকেই। রাস্তাও ধসে গিয়েছে প্রচুর এলাকাতে। মারাত্মক এই ভূমিকম্পে এখন প্রবল আতঙ্কে আছেন সাধারণ মানুষ।

(Feed Source: news18.com)