TRAI-এর নয়া উদ্যোগ, অজানা কেও ফোন করলেই দেখা যাবে কলারের পরিচয়

TRAI-এর নয়া উদ্যোগ, অজানা কেও ফোন করলেই দেখা যাবে কলারের পরিচয়

#নয়াদিল্লি: টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ TRAI নিজেদের মোবাইল ফোন কলার আইডি সিস্টেম লঞ্চ করতে চলেছে। এই সিস্টেম কেওয়াইসি দ্বারা ভেরিফাইড হবে। জানা গিয়েছে যে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া আগামী তিন সপ্তাহের মধ্যে নতুন এই যোজনা চালু করে দিতে পারে। এর ফলে ইউজারদের আর Truecaller অ্যাপের প্রয়োজন পড়বে না।

মিন্টের একটি রিপোর্ট অনুযায়ী টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়ার চেয়ারপার্সান পিডি বাঘেলা বুধবার জানিয়েছেন যে, টেলিকম রেগুলেটর মাল্টিপেল স্ক্রিন, একই কনটেন্ট স্টেটাস দেখে রেগুলেশন তৈরি করার চিন্তা-ভাবনা করছে। তিনি জানিয়েছেন যে, টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া কলার আইডি সিস্টেম চালু করতে চলেছে। এর ফলে আর দরকার পড়বে না Truecaller অ্যাপের। আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যেই টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া চালু করে দিতে পারে নতুন এই ফিচার।

গ্রাহকদের সুরক্ষা –

টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়ার চেয়ারপার্সন পিডি বাঘেলা CII-এর বিগ পিকচার সামিট অনুষ্ঠানে জানিয়েছেন, “কনভারজেস টেকনোলজির নতুন দুনিয়ায় আমাদের রেগুলেটরি রিজিমের সম্ভাবিত অ্যালাইনমেন্ট সম্পর্কে বিচার করতে হবে। এর জন্য রেগুলেটরি এবং লিগাল ফ্রেমওয়ার্কের নতুন ডেভেলপমেন্টের সঙ্গে সামঞ্জস্য স্থাপন করতে হবে। যার কারণে টেকনোলজির ব্যবহার করা আরও সহজ হবে। দেশের সঙ্গে সঙ্গে গ্রাহকদেরও সুরক্ষা প্রদান করা সম্ভব হবে। টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়ার নতুন এই সিস্টেম লঞ্চ হলে স্মার্টফোনের গ্রাহকদের সুরক্ষার দিকটি আরও বেশি মজবুত হবে।”

একই রকম কনটেন্ট –

টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়ার চেয়ারপার্সন পিডি বাঘেলা জানিয়েছেন যে, এখন টেলিভিশন থেকে শুরু করে স্মার্টফোনে প্রায় একই রকম কনটেন্ট পাওয়া যায়। এই ধরনের প্ল্যাটফর্মের ডিস্ট্রিবিউশন মেকানিজমের পার্থক্যের কারণে তা রেগুলেট করার ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হয়।

সুইডিশ কলার আইডেন্টিফিকেশন অ্যাপ Truecaller –

Truecaller হল একটি সুইডিশ কলার আইডেন্টিফিকেশন অ্যাপ। যা গ্রাহকদের ফোনে আসা বিভিন্ন ধরনের কল আইডেন্টিফাই করে সেই কলারের নাম এবং লোকেশন বলে দেয়। এই বছরের মে মাসে Truecaller-এর সিইও এবং ফাউন্ডার অ্যালেন মামেডি অবশ্য দাবি করেছেন যে, টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া যে কলার আইডি ডিসপ্লে সিস্টেম তৈরি করছে তা Truecaller-এর মোকাবিলা করতে পারবে না।

(Feed Source: news18.com)