আপনার সঙ্গী ভবিষ্যতের ‘আফতাব’ কিনা চিনবেন যেভাবে

আপনার সঙ্গী ভবিষ্যতের ‘আফতাব’ কিনা চিনবেন যেভাবে

অনিন্দিতা পাল: যে কোনও সম্পর্কের ভিত তৈরি হয় বিশ্বাস আর ভরসা দিয়ে। কিন্তু হটাৎ যদি সেই বিশ্বাসের স্তম্ভই নড়ে যায় তখন? পায়ের তলার মাটি সরে যায় তো বটেই সঙ্গে টুকরো টুকরো ভালোবাসা দিয়ে তৈরি জীবনের বাঁচার ইচ্ছেইটাই চলে যায়। অনেকক্ষেত্রে এই বিশ্বাস ভেঙে যাওয়ার ভয়তেই নষ্ট হয়ে যায় অনেক সম্পর্ক। আর যারা ভরসা করে ভালোবাসার মানুষের হাত ধরে বেরিয়ে আসে তাঁদের অনেকেরই পরিণতি হয় শ্রদ্ধার মতো।

দিল্লির শ্রদ্ধা-আফতাবের সম্পর্কের টানাপোড়েন সবারই জানা। সদ্য ঘটে যাওয়া দিল্লির শ্রদ্ধা খুনের ঘটনায় ভীত নাড়িয়ে দিয়েছে অনেক সম্পর্কেরই। সেটা হওয়াটাই স্বাভাবিক। তবু মিথ্যে ভয় না পেয়ে সাবধান হওয়াটা বেশি জরুরি। আফতাবের মত হিংস্র প্রেমিকদের থেকে বাঁচতে জেনে নিন কিছু টিপস। কিভাবে চিনবেন আফতাবদের মতো মানুষদের? চটজলদি দেখে নিন।

১. ছোট ছোট বিষয়ে ঝগড়া থেকে বড় অশান্তির প্রবণতা।

২. কথায় কথায় অবিশ্বাস, সঙ্গীর ওপর ভরসা না রাখা। পারিপার্শ্বিক বন্ধুদের কথায় প্রভাবিত হওয়া।

৩. সঙ্গীর ওপর আক্রমনাত্মক মনোভাব। শারীরিক নির্যাতনের প্রবণতা।

৪. ছোট ছোট বিষয়ে সন্দেহ করা। দীর্ঘদিন ধরে মনের ভিতর ক্ষোভ জমিয়ে রাখা। সঙ্গীর সঙ্গে সুখ দুঃখের কথা ভাগ না করা।

ভালোমানুষির মুখোশ পরে আপনাদের আসে পাশেই হয়তো ঘুরে বেড়াচ্ছে হাজারো মানুষ। তাই সজাগ থাকুন, মানুষ চিনতে শিখুন।