South Korea: খুন করতে কেমন লাগে! ক্রাইম শো দেখাই কাল হল তরুণীর…
জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: তরুণ প্রজন্মের কাছে ওটিটি প্ল্যাটফর্ম খুবই পছন্দের। রোমান্টিক থেকে শুরু করে ক্রাইম শো সব কিছু নিয়ে নানা কৌতূহল তাঁদের মনে। এরকমি কৌতূহল থেকে এবার খুন করে ফেললো এক তরুণী। ঘটনাটি ঘটেছে দক্ষিণ কোরিয়ায়। ২৩ বছর বয়সী এই অভিযুক্ত তরুণীর নাম জুং ইয়ু-জং। কোনও কারণ ছাড়াই তিনি খুন করেন এক অপরিচিত মহিলাকে। বিভিন্ন ক্রাইম শো এবং এই বিষয়ের বিভিন্ন উপন্যাস পড়ার নেশা ছিল তাঁর। আসলেই গল্পে দেখানো সেইসব ক্রাইম বাস্তবে সত্যি হয় কিনা দেখতেই মহিলাকে…