‘বছরভর মানুষকে সচেতন করতে হবে’, ডেঙ্গি প্রতিরোধ প্রসঙ্গে বললেন ফিরহাদ হাকিম

‘বছরভর মানুষকে সচেতন করতে হবে’, ডেঙ্গি প্রতিরোধ প্রসঙ্গে বললেন ফিরহাদ হাকিম

কলকাতা : ডেঙ্গি প্রতিরোধে বিশেষ কর্মশালা পালিত হল কলকাতা পুরসভার উদ্যোগে। সেখানে ফিরহাদ হাকিম বলেন, “সারা বছর মানুষকে সচেতন করার কাজ করে যেতে হবে। মানুষ যেদিন সচেতন হবেন, সেদিন করোনার মতো ডেঙ্গিকেও হারাব”। কয়েক জন কাউন্সিলরের কাজের প্রশংসাও করেন মেয়র। বলেন, “তরুণ প্রজন্মের কাউন্সিলররা মানুষের সেবা করার জন্য কাজ করে যাচ্ছেন, আমাদের গর্ব হয়। কেএমসি স্প্রে করছে, লার্ভা মারছে-ঠিক আছে, কিন্তু পাশের বাড়ি থেকে নোংরা ফেলছে সেটা প্রতিরোধ করতে হবে। কিছু মানুষের জন্য শহরের বদনাম হচ্ছে। দুবার করে আবর্জনা, নোংরা তোলা হচ্ছে।”

ফিরহাদের প্রশ্ন, কেন দইয়ের হাঁড়ি ফেলে দেওয়া হচ্ছে? কেন বাড়িতে রেখে পুরসভার গাড়িতে ফেলা হচ্ছে না? তাঁর কথায়, ” ওয়ার্ডে ওয়ার্ডে ওয়ার্কশপ করুন। বাসিন্দাদের ডাকুন পড়ুয়াদের ডাকুন। সচেতন করুন। আমরা কতখানি সিরিয়াস সেটা বোঝাতে হবে। ” রুবেলা রোগের টিকাকরণ হচ্ছে, তার জন্যেও সচেতনতা প্রয়োজন, বলেন ফিরহাদ।

বক্তব্যে তিনি প্রসঙ্গ তোলেন জনপ্রতিনিধির কাজেরও। ফিরহাদ বলেন, “জনপ্রতিনিধিকে এখন ২৪ ঘণ্টা কাজ করতে হচ্ছে। কখনও মশা মারা, কখনও ঝাঁট দেওয়া-এই করে ওয়ার্ড ঠিক রাখতে হবে। যে মানুষটি ভোট দিয়েছেন তিনি প্রত্যাশা করে আছেন । আমরা যারা জনপ্রতিনিধি, আমাদের ওপর এলাকা নির্ভর।

আমরা একসঙ্গে আছি। একসঙ্গে মিলে ডেঙ্গি রুখব। ৩৬৫ দিন সচেতন করব। একজন করে লোককে যদি ধরে সচেতন করতে পারি সেই চেষ্টা করে যেতে হবে। মানুষকে সুরক্ষা দিতে হবে। ভাল রাখতে হবে।”

(Feed Source: news18.com)