Predictions for 2023: আগামী বছরেই পৃথিবীতে আসতে পারে ভিনগ্রহীরা! ভবিষ্যদ্বাণী ঘিরে বাড়ছে চাঞ্চল্য

Predictions for 2023: আগামী বছরেই পৃথিবীতে আসতে পারে ভিনগ্রহীরা! ভবিষ্যদ্বাণী ঘিরে বাড়ছে চাঞ্চল্য

জি ২৪ ঘণ্টা ডিজিট্যাল ব্যুরো: বর্তমানের নস্ত্রাদামুস মানা হয় বাবা ভাঙ্গাকে। তাঁর করা একাধিক ভবিষ্যদ্বাণী মিলে গিয়েছিল নানা সময়ে। ৮৫ শতাংশ ক্ষেত্রেই বাবা ভাঙ্গার কথা মিলে গিয়েছিল বলে অনেকেই বলে থাকে। চার্নোবয়েল দুর্ঘটনা থেকে ডায়নার মৃত্যু, অনেক কথাই ফলেছে। যদিও ১৯৯৬ সালে মৃত্যু হয় এই ব্যক্তির। তবে অনেকেই বিশ্বাস করেন বাবা ভাঙ্গার করে যাওয়া ভবিষ্যদ্বাণী মিলতে পারে আজও।

২০২২ সালের জন্য বাবা ভাঙ্গা বলে গিয়েছিলেন এই বছরেই ভার্চুয়ালিটির আধিক্য বাড়বে। মানুষ যেকোনও স্ক্রিনে অনেক বেশি সময় কাটাবে। এই বাবা ভাঙ্গার আসল নাম ভ্যাঞ্জেলিয়া গুশতেরোয়া।  এই বাবা ভাঙা এর আগে একটি মহামারীর ভবিষ্যদ্বাণী করেছিলেন। সাইবেরিয়াতে পাওয়া যাবে এই ভাইরাস। ২০২১ সালে চিনারা তিব্বতে দুটি বরফের নমুনা খুঁজে পেয়েছিল যেখানে প্রাচীন ভাইরাস পাওয়া গিয়েছিল। যা আগে কখনও পাওয়া যায়নি৷

এই ভাইরাস বিশ্লেষণে ৩৩টি ভাইরাসের জেনেটিক কোডও পাওয়া যায়। আগামী বছর এও ভবিষ্যদ্বাণীতে বলা হয়েছে, পৃথিবীতে সৌর ঝড়ের পাশাপাশি, ভিনগ্রহীদের আনাগোনা বাড়বে৷ সেই ভবিষ্যদ্বাণীতে বলা হয়েছে, ২০২৩ সালে পৃথিবীতে একটি বিপজ্জনক সৌর ঝড় আসতে পারে। এই ঝড় এমন হবে যে পৃথিবীতে ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটাতে পারে এবং এমন ঝড় আগে কখনও দেখা যায়নি বলেই মত। ভিনগ্রহীরা আসলে তার কতটা কী প্রভাব পড়বে তা এখনও বিস্তারিত জানা যায়নি।

প্রসঙ্গত, বুলগেরিয়ার জন্ম হয় বাবা ভাঙ্গার। তিনি জন্ম থেকে দৃষ্টিহীন ছিলেন না। একবার বজ্রপাতের কারণ তাঁর চোখের দৃষ্টি চলে যায়, আর সেই দুর্ঘটনাই তাঁকে ভবিষ্যত্‍ দেখতে পাওয়ার ক্ষমতা দান করে বলে দাবি বাবা ভাঙ্গার ভক্তদের। তাঁর করা অনেক ভবিষ্যত্‍বাণীই এখনও পর্যন্ত সত্যি প্রমাণিত হয়েছে।

Feed Source: zeenews.com