Predictions for 2023: আগামী বছরেই পৃথিবীতে আসতে পারে ভিনগ্রহীরা! ভবিষ্যদ্বাণী ঘিরে বাড়ছে চাঞ্চল্য
জি ২৪ ঘণ্টা ডিজিট্যাল ব্যুরো: বর্তমানের নস্ত্রাদামুস মানা হয় বাবা ভাঙ্গাকে। তাঁর করা একাধিক ভবিষ্যদ্বাণী মিলে গিয়েছিল নানা সময়ে। ৮৫ শতাংশ ক্ষেত্রেই বাবা ভাঙ্গার কথা মিলে গিয়েছিল বলে অনেকেই বলে থাকে। চার্নোবয়েল দুর্ঘটনা থেকে ডায়নার মৃত্যু, অনেক কথাই ফলেছে। যদিও ১৯৯৬ সালে মৃত্যু হয় এই ব্যক্তির। তবে অনেকেই বিশ্বাস করেন বাবা ভাঙ্গার করে যাওয়া ভবিষ্যদ্বাণী মিলতে পারে আজও। ২০২২ সালের জন্য বাবা ভাঙ্গা বলে গিয়েছিলেন এই বছরেই ভার্চুয়ালিটির আধিক্য বাড়বে। মানুষ যেকোনও স্ক্রিনে অনেক বেশি সময় কাটাবে। এই বাবা ভাঙ্গার…