রেকর্ড ভিড় হতে পারে গঙ্গাসাগর মেলায়, ২১ ডিসেম্বর বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী

রেকর্ড ভিড় হতে পারে গঙ্গাসাগর মেলায়, ২১ ডিসেম্বর বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী

 

গঙ্গাসাগর মেলার প্রস্তুতি নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ২১ ডিসেম্বর এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। এই বৈঠকে মেলায় সঙ্গে সংশ্লিষ্ট সমস্ত দফতরের সচিবদের হাজির থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

করোনার দাপট না থাকায় এ বছর পূণ্যার্থীর সংখ্যা অনেকটাই বাড়বে বলে মনে করা হচ্ছে। তাই নিরাপত্তাকে জোরদার করার পাশাপাশি স্বাস্থ্য-সহ অন্যান্য পরিষেবা নিয়ে প্রস্তুত থাকতে চাইছে রাজ্য সরকার। সে কারণেই এই বৈঠক বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।

সূত্রের খবর, মেলার আগে সব ব্যবস্থা সরেজমিনে খতিয়ে দেখতে সাধারণত গঙ্গাসাগর যান মুখ্যমন্ত্রী। এবছরও তিনি ডিসেম্বরের শেষের দিকে গঙ্গা সাগর যেতে পারেন বলে নবান্ন সূত্রে খবর। প্রশাসন মনে করছে রেকর্ড ভিড় হবে মেলায়। তাই পরিষেবার পরিধিও বাড়ানো হচ্ছে বলে নবান্ন সূত্রে খবর। মুখ্যমন্ত্রীর এই বৈঠকের আগে এ নিয়ে ইতিমধ্যেই সংশ্লিষ্ট প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক করেছেন মুখ্যসচিব।

মেলায় পাঁচটি অস্থায়ী হাসপাতাল তৈরি করা হচ্ছে। এই হাসপাতাগুলিতে প্রায় ১০০ জন চিকিৎসক থাকবেন। স্বাস্থ্যকর্মীর সংখ্যা ৭০০ বেশি। এছাড়া জরুরি পরিস্থিতির জন্য ডায়মন্ড হারবার হাসপাতাল, সাগর হাসপাতাল এবং কাকদ্বীপ হাসপাতালকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। গুরুতর অসুস্থদের চিকিৎসা কেন্দ্রে আনতে একটি এয়ার অ্যাম্বুলেন্স ও দু’টি ওয়াটার অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হবে। ৯ জানুয়ারি থেকে শুরু যাবে মেলাকেন্দ্রীক স্বাস্থ্য পরিষেবা। করোনার কথায় মাথায় রেখে হাসপাতালে বিশেষ বেডেরও ব্যবস্থা রাখা হচ্ছে।

প্রসঙ্গত, সাগরে তিনটি হেলিপ্যাড তৈরির কাজও প্রায় শেষ পর্যায়ে। গঙ্গাসাগর সফরে গিয়ে এই হেলিপ্যাডগুলি উদ্বোধন করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

(Feed Source: hindustantimes.com)