কলকাতা: মস্তিষ্কের কাজ যত বাড়ে, ততই ক্ষুরধার হয় বু্দ্ধি। তাই তো বুদ্ধি গোড়াতে সার-জল দিতে হয়। বৌদ্ধিক চর্চার নানা রূপ। তার অনেক বিষয়ই বেশ মজার। এই যেমন ‘ব্রেন টিজার’ সম্প্রতি ফের জনপ্রিয় হচ্ছে। আগে নানা ধরনের পত্র পত্রিকায় এমন ব্রেন টিজার প্রকাশিত হত। এখন তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।
যে কোনও সমস্যা থেকে নিজের সিদ্ধান্তের ভিত্তিতে সমাধান করতে পারাই বুদ্ধিমত্তার পরীক্ষা। এই মস্তিষ্কের ধাঁধা একটি মজার আইকিউ টেস্ট যা কোনও ব্যক্তির বুদ্ধিমত্তার স্তর নির্ধারণে সাহায্য করতে পারে। এই ধাঁধার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হল নির্ধারিত সময়ে উত্তর দেওয়া। এধরনের মজার আইকিউ টেস্ট সৃজনশীল চিন্তাভাবনা দিয়েই সমাধান করতে হয়। তাই খুব ভাল ভাবে খুঁটিয়ে দেখে ছবির মধ্যে থেকে সমাধান সূত্র খুঁজে বের করতে হয়।
এই মজার ব্রেন টিজারটিতে তিনজন ব্যক্তিকে দেখা যাচ্ছে, আর ঘরের বাইরে বসে রয়েছে একটি কুকুর। মাথা ঘামিয়ে বলতে হবে বাইরে অপেক্ষমান কুকুরটির মালিক কে। মাত্র ৯ সেকেন্ডের মধ্যে সনাক্ত করতে হবে কুকুরের মালিককে।
ধাঁধায় দেখা যায়, তিনজন ব্যক্তি এমন একটি ঘরে বসে আছেন যেখানে পোষ্যের প্রবেশ নিষেধ। ফলে ওই তিন ব্যক্তির যে কোনও একজন তাঁর প্রিয় পোষ্যকে ঘরের বাইরে রেখে গিয়েছেন। কুকুরটি ধৈর্য ধরে ঘরের বাইরে তার মালিকের জন্য অপেক্ষা করছে।
কিন্তু কে সেই ব্যক্তি? উত্তর পেতে গেলে অবশ্যই ছবিটি খুব ভাল ভাবে দেখতে হবে। কারণ এটি খুবই সুচতুর একটি ধাঁধা।
ব্রেন টিজারের উত্তর
উত্তর খুঁজে বের করা খুব কঠিনও নয়। খুব মন দিয়ে তিন জনকে পর্যবেক্ষণ করলেই বেরিয়ে আসতে পারে আসল সত্য। চারপাশের বস্তুগুলি মনোযোগ দিয়ে দেখলেই কুকুরের আসল মালিককে খুঁজে পাওয়া যাবে।
প্রথম ব্যক্তি চায়ের পেয়ালা হাতে ফোন করছেন। তাঁর ব্যাগ রাখা রয়েছে টেবলের নীচে। মাঝখানে বসে থাকা দ্বিতীয় ব্যক্তি তাঁর ল্যাপটপে কাজ করছেন। তৃতীয় ব্যক্তি একটি বই পড়ছেন, সেটি পোষ্যকে প্রশিক্ষণ দেওয়া সংক্রান্তই।
আরও পড়ুন- বাগানে হারিয়ে গিয়েছে দু’টি শিশু; রইল ১৫ সেকেন্ডে খুঁজে বের করার চ্যালেঞ্জ
তা হলে কি এই তৃতীয় ব্যক্তিই কুকুরের মালিক?
আরও একটু ভাল করে লক্ষ্য করতে হবে।
দ্বিতীয় ব্যক্তির চেয়ারে একটি সবুজ রঙের বেল্ট ঝুলতে দেখা যাবে। আর একবার তাকাতে হবে কুকুরটির দিকে। কুকুরের গায়েও রয়েছে একই রঙের জ্যাকেট।
ফলে বুঝে নিতে অসুবিধা হওয়ার কথা নয় বেল্টটি খুলে মালিকের কাছেই রাখা রয়েছে।