Infosys-এর প্রতিষ্ঠাতা নন, এমন কেউ হবেন পরের চেয়ারম্যান, জানালেন নন্দন নিলেকানি

Infosys-এর প্রতিষ্ঠাতা নন, এমন কেউ হবেন পরের চেয়ারম্যান, জানালেন নন্দন নিলেকানি

সংস্থার প্রতিষ্ঠাতা নন, এমন কাউকেই পরবর্তী চেয়ারম্যান করা হবে। এমনটাই বললেন ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা ও বর্তমান চেয়ারম্যান নন্দন নিলেকানি। বাজার মূলধনের ভিত্তিতে ভারতের দ্বিতীয় বৃহত্তম তথ্য প্রযুক্তি সংস্থা ইনফোসিস।

কিন্তু প্রতিষ্ঠাতা, বিনিয়োগকারীদের ছেলেমেয়েদের সুযোগ না দেওয়াটা কী ঠিক? সংস্থার মূল সহ-প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তির মতে, তাঁদের সংস্থায় সকলকে সমান সুযোগ দেওয়া হয়। আর সেই ভাবনাতেই সুর মেলালেন নন্দন নিলেকানি। তিনিও বলেন, যোগ্যতার ভিত্তিতে যিনি সেই পদের জন্য সেরা নির্বাচিত হবেন, তাঁকেই দায়িত্ব দেওয়া হবে।

‘এই বিষয়ে কোনও প্ল্যান বি নেই। আমাকে পদ ছেড়ে দিতেই হবে। এবং সেটি যাবে কোনও অ-প্রতিষ্ঠাতা সদস্যের কাছে,’ বলেন নিলেকানি। তিনি স্পষ্ট করে বলেন, ‘যতদিন প্রয়োজন, তার চেয়ে বেশি সময় আমি এখানে বসে থাকতে চাই না।’ তবে ঠিক কতদিন বাদে তিনি পদ ছাড়বেন বা নতুন কর্তা আসবেন, সেই বিষয়ে ও সময়রেখা তিনি দেননি। বেঙ্গালুরুতে ইনফোসিসের কর্পোরেট সদর দফতরে প্রতিষ্ঠাতাদের কমিটিতে এই বিষয়গুলি উল্লেখ করেন নিলেকানি।

ইনফোসিসের বোর্ড কিন্তু এর আগেও অ-প্রতিষ্ঠাতা সদস্যদের নেতৃত্বে পরিচালিত হয়েছে। নিলেকানি ইনফোসিসে ফিরে আসার আগে আর সেশাসায়ী এবং রবি ভেঙ্কটেসন যুগ্ম চেয়ারম্যান ছিলেন। সিইও ছিলেন বিশাল সিক্কা। নিলেকানি আসার পর থাকা চেয়ার ছেড়ে দেন।

এই আর সেশাসায়ী ইনফোসিসে যোগ দেওয়ার আগে IndusInd ব্যাঙ্কের চেয়ারম্যান ছিলেন। অন্যদিকে রবি ভেঙ্কটেসন মাইক্রোসফ্ট ইন্ডিয়ার চেয়ারম্যান ছিলেন। ব্যাঙ্ক অফ বরোদার বোর্ডেরও সদস্য ছিলেন তিনি। ফলে সংস্থার ‘বহিরাগত’ প্রতিভাদের সুযোগ দেওয়ার নীতি নিয়ে সন্দেহের অবকাশ নেই। ‘নেপোটিজম’-এর প্রচলন ইনফোসিসে নেই।

সেশাসায়ী, রবি ভেঙ্কটেসনদের সময়ে, সাময়িকভাবে ইনফোসিস থেকে বাইরে ছিলেন নন্দন নিলেকানি। সেই সময়ে তিনি সরকারের UIDAI-এর চেয়ারম্যান ছিলেন। আধার সংক্রান্ত ব্যবস্থাপনার গুরুদায়িত্ব সামলাচ্ছিলেন তিনি। জুলাই ২০০৯ সালে ইনফোসিস থেকে সাময়িক বিরতি নিয়েছিলেন। এরপর ২০১৭ সালে তিনি সংস্থায় ফিরে আসেন।

এদিকে ঠিক সেই সময়েই তত্কালীন সিইও বিশাল সিক্কা ও নারায়ণ মূর্তির বিরোধ প্রকাশ্যে চলে এসেছিল। পদত্যাগ করেছিলেন বিশাল সিক্কা।

তারপর পাঁচ বছর পেরিয়ে গিয়েছে। Infosys-এর বার্ষিক আয় FY17-এ ছিল ৬৮,৪৮৪ কোটি টাকা। সেখান থেকে বেড়ে FY22-এ ১.২৪ লক্ষ কোটি টাকায় পৌঁছে গিয়েছে। নন্দন নিলেকানি এবং সলিল পারেখ(দ্বিতীয় ‘বহিরাগত’ সিইও) আপাতত ইনফোসিসের সারথির দায়িত্ব পালন করছেন।

(Feed Source: hindustantimes.com)