অভিনব উপায় এটিএমে প্রতারণা, শিলিগুড়িতে দুই থানা ও এসওজির বিশেষ অভিযানে ধৃত ৮

অভিনব উপায় এটিএমে প্রতারণা, শিলিগুড়িতে দুই থানা ও এসওজির বিশেষ অভিযানে ধৃত ৮

পার্থপ্রতিম সিরকার ও বিশ্বজিৎ মিশ্র, বাগডোগরা ও শিলিগুড়ি: কোথাও সহযোগিতার সুযোগে, আবার কোথাও ভুয়ো নিরাপত্তারক্ষী সেজে, কোথাও আবার ভুয়ো হেল্পলাইন নং দিয়ে গ্রাহকদের ভুলিয়ে পিন নম্বর সংগ্রহ করে এটিএম থেকে লাখ লাখ টাকা প্রতারণার অভিযোগ। মূলত এটিএম চালাতে অক্ষম বা প্রাপ্তবয়স্কদের ভুলিয়ে এটিএমের পিন নম্বর সংগ্রহ করাই ছিল ছক।

একাধিক গ্রুপে টিম ভাগ করে শহরের বিভিন্ন এটিএম কাউন্টারে জাল পেতে বসত তারা। এমনই প্রতারণা চক্রের সঙ্গে জড়িত ৮ দুষ্কৃতিকে গ্রেফতার করল শিলিগুড়ি পুলিশ। উদ্ধার বিহারের নম্বর প্লেট লাগানো একটি গাড়িও। গত অগাস্টে বাগডোগরায় একটি এটিএম থেকে টাকা তুলে দেওয়ার সহায়তা করার নামে এক ব্যক্তির থেকে ১ লাখ ৯২ হাজার টাকা হাতিয়ে নেয় চার দুষ্কৃতি। বাগডোগরা থানায় অভিযোগ দায়ের করা হয়। তদন্তে নামে পুলিশ। বিহারেও গিয়েছিল পুলিশ। কিন্তু শূন্য হাতে ফিরতে হয়েছে। অবশেষে সাফল্য এল পুলিশের।

এনজেপি এলাকা থেকে প্রতারণার অভিযোগে বিহারের ৪ দুষ্কৃতিকে গ্রেফতার করল স্পেশ্যাল অপারেশন গ্রুপ (এসওজি)। আজ, বুধবার ধৃতদের শিলিগুড়ি আদালতে তোলা হবে। অন্যদিকে এটিএমে প্রতারণার অভিযোগে আরও ৪ দুষ্কৃতিকে গ্রেফতার করেছে বাগডোগরা থানার পুলিশও। বিহার থেকে বাগডোগরায় সন্দেহভাজনদের আটক করতেই রহস্য সামনে আসে। ধৃতদের বিরুদ্ধে নানা কায়দায় এটিএম প্রতারণার অভিযোগ রয়েছে। কখোনও এটিএমের কাউন্টারে টাকা বেরনোর মুখে কারসাজি করে, আবার কখনও বা ভুয়ো গ্রাহক সেজে চালাত প্রতারণা।

প্রায় ৫০ লাখ টাকা প্রতারণার অভিযোগ রয়েছে ধৃতদের বিরুদ্ধে। ধৃতদের কাছ থেকে বিহারের নম্বর প্লেট লাগানো একটি গাড়িও বাজেয়াপ্ত করেছে পুলিশ। শিলিগুড়ি পুলিশের এসিপি শুভেন্দ্র কুমার জানান, ধৃতদের পুলিশি হেফাজতে নিয়ে এই চক্রের সঙ্গে আর কারা কারা জড়িত বা উত্তরবঙ্গের অন্য কোথাও এই ধরনের প্রতারণা করেছে কী না তা জেরা করা হবে। পৃথক দুটি অপারেশনে ধৃত ৮ দুষ্কৃতিদের মধ্যে কোনও যোগসাজশ রয়েছে কী না তাও খতিয়ে দেখছে তদন্তকারীরা।

(Feed Source: news18.com)