Telangana Home Set on Fire: আগুনে জীবন্ত দগ্ধ একই পরিবারের ৬, ভয়ঙ্কর ঘটনার রহস্য লুকিয়ে ঘরেই!

Telangana Home Set on Fire: আগুনে জীবন্ত দগ্ধ একই পরিবারের ৬, ভয়ঙ্কর ঘটনার রহস্য লুকিয়ে ঘরেই!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গভীর রাতের অগ্নিকাণ্ডে ভষ্মীভূত গোটা বাড়ি। তেলঙ্গানার মেঞ্চারিয়াল জেলার একটি বাড়িতে ঘুমের মধ্যে জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু হয়েছে ৬ জনের। নিহতদের মধ্যে রয়েছে রয়েছে শিশুও। পুলিসের প্রাথমিক তদন্তে উঠে এসেছে কোনও সুপারি কিলার দিয়ে ওই কাজ করা হয়েছে। ওই ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। তবে অন্য একটি দিকও ভাবাচ্ছে তদন্তকারীদের। সেটি হল ওই ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের পেছনে থাকতে পারে বিবাহ বহির্ভূত সম্পর্ক।

আরও পড়ুন-মাত্র ৫০০ টাকাতেই এবার রান্নার গ্যাস, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর!

মেঞ্চারিয়াল জেলার ভেঙ্কাটাপুরের এক গ্রামে থাকতেনৃ ট্যাক্স দফতরের কর্মী সিভাইয়া(৫০), স্ত্রী পদ্মা(৪৫), পারিবারিক বন্ধু ৫৫, পদ্মার ভাইঝি মৌলিকা(২২), এবং পদ্মার সন্তান হিমাবিন্দু ও সুইটি। ঘুমের মধ্যে এর সবাই পুড়ে মারা যান।

তদন্তে নেমে পুলিস জানতে পেরেছে পদ্মার সঙ্গে তাদের পারিবারিক বন্ধু সান্থাইয়ার একটি বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। স্ত্রী সুজানার সঙ্গে ছাড়াছাড়ির পর তিনি পদ্মাদের সঙ্গেই থাকছিলেন। এতে প্রবল ক্ষোভ ছিল সুাজানা ও তার সন্তানদের।

নিহত সিভাইয়ার বাড়িটি ছিল কাঠের তৈরি। তার আগুনে তা একেবারে ছাই হয়ে গিয়েছে। তবুও ফরেন্সিক রিপোর্টের উপরে ভরসা করছে পুলিস। তদন্তকারীদের দাবি, ফরেন্সিক রিপোর্ট এলে বোঝা যাবে আগুন লাগার পেছনে কোনও অন্তর্ঘাত রয়েছে কিনা। যারা মারা গিয়েছে তাদের দেহ এমনটাই পুড়ে গিয়েছে যে সেখান থেকে কোনও  প্রমাণ পাওয়ার কোনও সম্ভাবনা নেই।

(Feed Source: zeenews.com)