বছর শেষে কলকাতায় মুখোমুখি হতে পারেন প্রধানমন্ত্রী মোদী এবং মুখ্যমন্ত্রী মমতা

বছর শেষে কলকাতায় মুখোমুখি হতে পারেন প্রধানমন্ত্রী মোদী এবং মুখ্যমন্ত্রী মমতা

 

সম্প্রতি জি২০ প্রস্তুতি বৈঠকে দিল্লিতে মুখোমুখি হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার বছর শেষে ফের একবার দেখা হতে পারে দু’জনের। কলকাতায় আগামী ৩০ ডিসেম্বর জাতীয় গঙ্গা পরিষদের বৈঠকে মোদী-মমতা মুখোমুখি হতে পরেন বলে জানা গিয়েছে। রিপোর্ট অনুযায়ী, আগামী ৩০ ডিসেম্বর কলকাতায় অনুষ্ঠিত হতে চলেছে জাতীয় গঙ্গা পরিষদের বৈঠক। সেই বৈঠকে যোগ দিতেই কলকাতায় পা রাখতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরিষদের সদস্য হিসেবে বৈঠকে থাকতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

উল্লেখ্য, কেন্দ্রের ১০টি মন্ত্রক এই গঙ্গা পরিষদের সদস্য। তাছাড়া যে রাজ্যগুলি দিয়ে গঙ্গে বয়ে গিয়েছে, সেই রাজ্যগুলিও এই পরিষদের সদস্য। এই আবহে পশ্চিমবঙ্গ ছাড়াও আছে উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, বিহার, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীরা থাকতে পারেন পরিষদের বৈঠকে। নবান্নর তরফে এই বৈঠকের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। এদিকে বৈঠক বাদেও গঙ্গাবক্ষে ক্রুজ ভ্রমণের আয়োজন করা হতে পারে বলে জানা গিয়েছে। এই আবহে ৩০ তারিখে প্রায় গোটা দিন ধরেই বিভিন্ন কর্মসূচি চলবে। এর আগে শেষবার ২০১৯ সালে কানপুরে অনুষ্ঠিত হয়েছিল গঙ্গা পরিষদের বৈঠক। সেবারের বৈঠকে অবশ্য অনুপস্থিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঝাড়খণ্ডও সেই বৈঠকে যোগ দেয়নি।

এর আগে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে বন্ধ হয়ে যাওয়া টাকা পেতে দিল্লিতে গিয়ে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে দেখা করেছিলেন মমতা। এরপর বেশ কিছু প্রকল্পের বরাদ্দ রাজ্যকে দেয় কেন্দ্র। পরে মোদীর নেতৃত্বে অনুষ্ঠিত হওয়া জি২০ সম্মেলনের প্রস্তুতি বৈঠকেও উপস্থিত হয়েছিলেন মমতা। তবে সেবারে পৃথক ভাবে মোদী-মমতা সাক্ষাৎ হয়নি। কলকাতার বৈঠকের যদি দুই নেতা মুখোমুখি হন, তাহলে পৃথক বৈঠক হবে কি না, তা সময়ই বলবে। এদিকে সম্প্রতি, কলকাতায় এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পূর্বাঞ্চলীয় পরিষদের বৈঠকে যোগ দিয়েছিলেন তিনি। সেই বৈঠকে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। পরে শাহের সঙ্গে একাব্ত বৈঠকে কথা বলেন মমতা। বকেয়া বরাদ্দর প্রসঙ্গটি উত্থাপিত করেন মমতা।

(Feed Source: hindustantimes.com)